Select Page

মুক্তি পাচ্ছে না ‘ফাঁদ (দ্য ট্র্যাপ)’

মুক্তি পাচ্ছে না ‘ফাঁদ (দ্য ট্র্যাপ)’

Fand-The-Trap-13-235x275শীঘ্রই মুক্তি পাচ্ছে না সাফি উদ্দিন সাফি পরিচালিত চলচ্চিত্র ‘ফাঁদ দ্য ট্র্যাপ‘। ব্যবসায়িক মন্দা, বৈশাখের প্রচণ্ড গরম আর শাকিব খানের ধারাবাহিক ব্যর্থতার কারণে পিছিয়ে দেয়া হয়েছে মুক্তির তারিখ। আগামী ২৫ এপ্রিল ছবিটি মুক্তির তারিখ নির্ধারিত হয়েছিল। 

ছবি মুক্তির নতুন তারিখ নির্ধারন করা হয়েছে ২৩ মে। ফাঁদ – দ্য ট্র্যাপ চলচ্চিত্রে অভিনয় করেছেন শাকিব খান এবং আঁচল। পরিচালক সাফি জানান, ব্যবসায়িক মন্দা এবং প্রচণ্ড গরমে প্রেক্ষাগৃহে দর্শক না যাওয়ার কারণে ছবির প্রযোজক ২৫শে এপ্রিল ‘ফাঁদ (দ্য ট্রাপ)’ মুক্তি দিতে রাজি নন।

ফাঁদ – দ্য ট্র্যাপ মুক্তির আগে শাকিব খান এবং অপু বিশ্বাস অভিনীত ‘লাভ এক্সপ্রেস’ মুক্তি পাওয়ার কথা শোনা যাচ্ছে, তবে ছবির প্রযোজকদ্বয় ইস্পাহানি আরিফ জাহান এ বিষয়টি এখনো নিশ্চিত করেন নি।


১ টি মন্তব্য

মন্তব্য করুন