Select Page

মুক্তি পায়নি নতুন চলচ্চিত্র

balaka2

শুক্রবার মুক্তি পেল না নতুন কোন চলচ্চিত্র। দুটি চলচ্চিত্র মুক্তির কথা থাকলেও পিছিয়ে এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

আশিকুর রহমান পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘গ্যাংস্টার রিটার্নস’ ও শাহ আলম কিরণ পরিচালিত ‘৭১ এর মা জননী’ মুক্তির কথা ছিল। গত বছরের ডিসেম্বর ‘৭১ এর মা জননী’ একটি হলে মুক্তি পায়। কিছুদিন আগে ‘গ্যাংস্টার রিটানর্স’ এর মুক্তি স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। সম্প্রতি ‘৭১ এর মা জননী’ চলচ্চিত্রটির বড় পরিসরে মুক্তিও স্থগিত হয়।

মূলত রাজনৈতিক অস্থিরতার জন্য চলচ্চিত্র মুক্তি থেকে পিছিয়ে এসেছে প্রযোজনা সংস্থা দুটি।


মন্তব্য করুন