Select Page

মুক্তি পেল ‘তারকাঁটা’ ও ‘শবনম’

মুক্তি পেল ‘তারকাঁটা’ ও ‘শবনম’
65শুক্রবার দেশ জুড়ে মুক্তি পেল দুইটি চলচ্চিত্র। একটি মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’, অন্যটি প্রায় এক যুগ আগে প্রয়াত শিবলী সাদিক পরিচালিত ‘শবনম’।

‘তারকাঁটা’ মোস্তফা কামাল রাজ পরিচালিত তৃতীয় চলচ্চিত্র। এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, আরিফিন শুভমিম। ইতিমধ্যে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। এর আগে জনপ্রিয় এই নির্মাতা ‘প্রজাপতি’ নামে একটি চলচ্চিত্রে নির্মাণ করেছিলেন। তার দ্বিতীয় চলচ্চিত্র ‌’ছায়া-ছবি‘ এখনো মুক্তি পায়নি।
অন্যদিকে একই দিন ‘ফিল্মস ইন্টারন্যাশনাল’-এর সার্বিক তত্ত্বাবধানে পনের বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত চলচ্চিত্র ‘শবনম’। শিবলী সাদিক পরিচালিত এই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছিলো ১৯৯৮-৯৯ সালে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ ও কলকাতার অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী।


১ টি মন্তব্য

মন্তব্য করুন