Select Page

মুক্তি পেল ৩ ছবি

মুক্তি পেল ৩ ছবি

bisommo-550x400শুক্রবারে মুক্তি পেল নতুন ৩টি ছবি। এর মধ্যে রয়েছে একই পরিচালকের দুই ছবি। ছবিগুলো হলো এডাম দৌলা পরিচালিত ‘বৈষম্য‘ এবং রাজু চৌধুরী পরিচালিত ‘তোকে ভালবাসতেই হবে’ ও ‘এক নম্বর আসামী’।ধণী দরিদ্রের সামাজিক বৈষম্য নিয়ে নির্মিত হয়েছে শিশুতোষ চলচ্চিত্র ‘বৈষম্য’। ১৫ বছর বয়সী ধনীর ঘরের ছেলে জেমী সম্মুখিন হতে থাকে চরম বাস্তবতার। আর এভাবেই এগিয়ে চলে বৈষম্য ছবির কাহিনী। এ চরিত্রে অভিনয় করছে শিশুশিল্পী আবীর হোসেন অঙ্কন। এছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও টোকাই নাট্য দলের সদস্যরা। ছবিটি স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, বলাকা সিনেওয়ার্ল্ড এবং মধুমিতা সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে।

অন্যদিকে ‘তোকে ভালবাসতেই হবে’ নির্মিত হয়েছে সেবা চলচ্চিত্রের ব্যানারে। শাহরিয়ার ফরিদের প্রযোজনায় নির্মিত ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাহারা, জায়েদ খান, রীনা খান, সিনথিয়া, শ্রাবণ খান, নাদিম, ইলিয়াস কোবরা, শানু শিবা, ডিজে সোহেল ও গাঙ্গুয়া। ‘এক নম্বর আসামী’ নির্মিত হয়েছে টিওটি ফিল্মসের ব্যানারে। খোরশেদ আলম খসরু প্রযোজিত এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুবেল, পলি, সোহেল খান, মৌমিতা প্রমুখ।


মন্তব্য করুন