Select Page

মুখোশ মানুষ সিনেমার যত ভুল

মুখোশ মানুষ সিনেমার যত ভুল

২০১৬ সালের সর্বশেষ সিনেমা “মুখোশ মানুষ” একটি মধ্যম মানের ইরোটিক সাইবার ক্রাইম থ্রিলার মুভি। ইয়াসির আরাফাত জুয়েল পরিচালিত এই সিনেমার ৩টি ভুল আমাদের চোখে পড়েছে।

১. প্রচারণার জন্য সিনেমার পোস্টারে লেখা হয়েছে “এই প্রথম বাংলাদেশে সাইবার ক্রাইম নিয়ে নির্মিত চলচ্চিত্র”। এটা ডাহা মিথ্যা কথা অথবা নির্মাতাগোষ্ঠীর অজ্ঞতা। দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার হচ্ছে অপূর্ব রানা পরিচালিত “নজর” এবং দ্বিতীয়টি হচ্ছে ফিরোজ আলম পরিচালিত “চক্কর”।

২. প্লেবয় হিল্লোল যখন বিছানায় শুয়ে বসের সাথে মোবাইলে কথা বলছিল তখন ঘড়িতে সময় ৯টা ১০, এক মিনিটের মধ্যেই ৯টা ৩০ হয়ে গেল ?

৩. হিল্লোল যখন গোপনে সেক্স ভিডিওটেপ রেকর্ড করার জন্য হিডেন ক্যামেরা সেট করছিল তখন ক্যামেরার ব্যাক এঙ্গেল থেকে দেখানো হলো সে ক্যামেরার সামনের অংশ লাল স্প্রে দিয়ে ঢেকে দিচ্ছে। অথচ পরে দেখানো হলো সেখানে অন্য রঙের কাগজের প্রলেপ দেওয়া!!! কেমনে কি


Leave a reply