Select Page

মুম্বাই জয় করলো ‘পোস্টার’

মুম্বাই জয় করলো ‘পোস্টার’

short film the poster by ahsif khan wins yupp tv short film contest in mumbai 2015বাংলাদেশের স্বল্প দৈর্ঘ্য ছবি “দি পোস্টার” এবার মুম্বাইয়ে শর্ট ফিল্ম কন্টেস্টে বিজয়ী হল।  মুম্বাইয়ের ইয়াপ টিভি শর্ট ফিল্ম কন্টেস্ট ২০১৫ এ জহির রায়হানের গল্প অবলম্বনে আসিফ খান পরিচালিত ও প্রযোজিত ছবিটি ৪০৭ টি ছবি পিছনে ফেলে পৌঁছে টপ ২০ এ। অতঃপর বিচারকদের রায় এবং অনলাইন এর দর্শক ভোটে বিজয়ী হয় পোস্টার।

প্রতিযোগিতা বিচারকের আসনে ছিলেন প্রতিথযশা চলচ্চিত্র পরিচালক আনুরাগ কাশ্যাপ, সুধীর মিশ্র এবং কেতান মেহতা। ২৩ ডিসেম্বর মুম্বাই জে-ডাব্লিও ম্যারিওট এ পুরস্কার হিসেবে পরিচালক আসিফ খানের হাতে ১ লক্ষ রুপি তুলে দেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন, নির্মাতা সুধির মিশ্র এবং ইয়াপটিভি পরিচালক।

দি পোস্টার এখন পর্যন্ত ১০ টি পুরস্কার এবং ২৫ টি অফিসিয়াল সিলেকশন পেয়েছে। এর আগে ভারতে দাদাসাহেব ফালকে পুরস্কা্রপ্রাপ্তি ছাড়াও পোস্টার প্রদর্শিত হয়েছে অস্ট্রেলিয়া, জার্মানি, তুর্কি ও গ্রিসে।


মন্তব্য করুন