Select Page

মূল চিত্রনাট্যে ছিল না ঢাকাইয়া বুলি

মূল চিত্রনাট্যে ছিল না ঢাকাইয়া বুলি

bossgiri-shakibদিন কয়েক আগে প্রকাশ হয়েছে ‘বসগিরি’র ফার্স্টলুক। ভিডিওটি নিয়ে নানান ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। এর একটি হলো শাকিবের মুখে ঢাকাইয়া বুলির ব্যবহার।

সিনেমাটির চিত্রনাট্যকার দেলোয়ার হোসেন দিল জানান, মূল চিত্রনাট্যে ঢাকাইয়া ভাষার সংলাপ ছিল না।

ঢালিউড টোয়েন্টিফারকে তিনি বলন, ‘এটা পরিচালক ও তার টিম মিলে পরে ইম্প্রোভাইজেশন করে থাকতে পারেন।’

২০১৫ সালে মুক্তি পাওয়া শাকিব অভিনীত ‘লাভ ম্যারেজ’-এর চিত্রনাট্যকারও দিল। ওই সিনেমায়ও শাকিবকে একই ভাষায় কথা বলতে দেখা যায়।

শামীম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’ মুক্ত পাবে ঈদুল আজহায়। শাকিবের বিপরীতে অভিনয় করেছেন নবাগত শবনম বুবলি।

এছাড়া একই তারকাদের নিয়ে নির্মিত ঈদের অন্য সিনেমা ‘শুটার‘-এর কাহিনী বিন্যাস ও সংলাপের সঙ্গে যুক্ত ছিলেন দিল।


মন্তব্য করুন