Select Page

অস্ট্রেলিয়ায় যাচ্ছেন শুভ-প্রসূন

অস্ট্রেলিয়ায় যাচ্ছেন শুভ-প্রসূন

fffdfক্যারিয়ারে অভিনীত চলচ্চিত্রের সংখ্যা হাতেগোনা হলেও প্রায় প্রতিটি চলচ্চিত্রে ভিন্ন ভিন্ন নায়িকার সঙ্গে অভিনয় করেছেন আরেফিন শুভ। এবার তাকে প্রথম বারের মত দেখা যাবে প্রসূন আজাদের বিপরীতে। শুভ ও প্রসূন জুটির প্রথম চলচ্চিত্রের নাম রাখা হয়েছে ‘মৃত্যুপুরী’।

একশন নির্ভর এই চলচ্চিত্রটি পরিচালনা করবেন জায়েদ রেজওয়ান। কাহিনীর প্রয়োজনে প্রায় ৯০ ভাগ দৃশ্যধারণ হবে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে। চলচ্চিত্রটির শুটিংয়ের জন্য ৩০ নভেম্বর অস্ট্রেলিয়া যাচ্ছেন আরেফিন শুভ। ভিসা পেলে রওয়ানা হবে প্রসূনও।


মন্তব্য করুন