Select Page

‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৮’ পেলেন তারা

‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৮’ পেলেন তারা

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঘোষিত হয়েছে ‘মেরিল প্রথম আলো পুরস্কার ২০১৮’।

জেনে নিন পুরস্কারের তালিকা-

আজীবন সম্মাননা : আলী যাকের

তারকা জরিপ

সেরা চলচ্চিত্র অভিনেতা : সিয়াম (পোড়ামন ২)
সেরা চলচ্চিত্র অভিনেত্রী : পুজা (পোড়ামন ২)
সেরা টিভি অভিনেতা : আফরান নিশো (বুকের বাঁ পাশে)
সেরা টিভি অভিনেত্রী : মেহজাবিন চৌধুরী (বুকের বাঁ পাশে)
সেরা গায়ক : ইমরান (ওহে শ্যাম, পোড়ামন ২)
সেরা গায়িকা : কনা (ওহে শ্যাম, পোড়ামন ২)
সেরা নবীন অভিনয়শিল্পী : শবনম ফারিয়া ( দেবী)

সমালোচক
সেরা অভিনেতা : চঞ্চল চৌধুরী (দেবী)
সেরা অভিনেত্রী : জয়া আহসান (দেবী)
সেরা চলচ্চিত্র : কমলা রকেট।
সেরা পরিচালক : গিয়াসউদ্দীন সেলিম (স্বপ্নজাল)
বিশেষ পুরস্কার : পরী মনি (স্বপ্নজাল)
সেরা টিভি অভিনেতা : সৈয়দ হাসান ইমাম (পাতা ঝরার দিন)
সেরা টিভি অভিনেত্রী : রুমানা রশীদ ঈশিতা (পাতা ঝরার দিন)
সেরা টিভি চিত্রনাট্যকার: রেদওয়ান রনি (পাতা ঝরার দিন)
সেরা টিভি নাটক নির্দেশক: নাজমুল নবীন ও মাহমুদুল হাসান আদনান (মডার্ন টাইমস)

মেরিল-প্রথম আলো ফেম ফ‍্যাক্টরি আয়োজিত ‘আগামীর নির্মাতা’ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছেন তাসমিয়াহ আফরিন মৌ। তিনি যাবেন কান চলচ্চিত্র উৎসবে। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন যথাক্রমে লস্কর নিয়াজ মাহমুদ ও তানভীর মাহমুদ চৌধুরী।


মন্তব্য করুন