Select Page

মোশাররফ করিমের জন্য গল্প লিখেছেন আব্দুল আজিজ

মোশাররফ করিমের জন্য গল্প লিখেছেন আব্দুল আজিজ

কয়েক দিন আগে ‘মহানগর ২’ সিরিজের পরিচালক আশফাক নিপুণ ও অভিনেতা মোশাররফ করিমের তুমুল প্রশংসা করেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। এবার জানা গেল নতুন পরিকল্পনা, টিভি মিডিয়া জনপ্রিয় তারকাটিকে নিয়ে ব্যাক টু ব্যাক সিনেমা বানাতে চান তিনি। গল্পও লিখেছেন আব্দুল আজিজ।

‘মহানগর ২’ এ মোশাররফের অভিনয় প্রসঙ্গে এ প্রযোজক বলেছিলেন, ‘মোশারফ করিম আবার প্রমাণ করলেন, তিনি অনন্য।’

সঙ্গে যোগ হয় মডেল চরিত্রের আরিয়ানা জামানের প্রশংসা, যার দৈর্ঘ্য একটু বেশিই, ‘আমাদের আরিয়ানা জামান অসাধারণ অভিনয় করেছে, বিশেষ করে তার এক্সপ্রেশন সেই লেভেলের। আরিয়ানা অনেক দুর যাবে শুধু তার অভিনয় দিয়ে। আর তাই, জাজ তাকে পর পর দুইটা সিনেমাতে কাস্ট করেছে।’

এদিকে কালের কণ্ঠ জানায়, জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে দুই ছবিতে অভিনয় করবেন মোশাররফ করিম। এমনটাই জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ। ছবি দুটির গল্প লিখেছেন প্রযোজক নিজে। এ বছরই হতে পারে ছবির শুটিং।

আব্দুল আজিজ বলেন, আমাদের দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে দুটি ছবির গল্প নিয়ে বসেছিলাম। দুটি গল্পই উনি পছন্দ করেছেন। গল্প দুটি আমি নিজে লিখেছি। বেশ যত্ন করে লেখা।

চূড়ান্ত কথা প্রসঙ্গে বলেন, এখনো কাগজে-কলমে চুক্তি হয়নি। সামনের ঈদে আমাদের দুটি ছবি মুক্তি পাবে। এই নিয়ে তুমুল ব্যস্ততা চলছে। আশা করছি, শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে পারব। এ বছরই ব্যাক টু ব্যাক দুই ছবিরই শুটিং করার ইচ্ছা আছে।

টেলিভিশনের পর ওটিটিতে রাজত্ব করলেও সিনেমায় মোশাররফ করিম ততটা সমাদর পাননি বলে সাধারণ অভিমত। সামনে তাকে ‘বিলডাকিনী’ সিনেমায় দেখা যাবে।


Leave a reply