Select Page

ম্যাগাজিন কাভারে তারা গর্জিয়াস

ম্যাগাজিন কাভারে তারা গর্জিয়াস

pori-moni-canvas

দেশের প্রথম সারির দুই লাইফস্টাইল ম্যাগাজিনের মডেল হয়েছেন পরী মনিনুসরাত ফারিয়া। ঢালিউডের এ দুই নায়িকা সৌন্দর্যের জন্য ইতোমধ্যে সেনসেশনে পরিণত হয়েছেন। সে ছাপ পাওয়া গেল ম্যাগাজিন দুটিতে।

নভেম্বর সংখ্যায় কনে রূপকথা শিরোনামের প্রচ্ছদ রচনার সঙ্গে মিলিয়ে ক্যানভাসের জন্য সেজেছেন পরী। নুসরাতকে মডেল করা আইস টুডে’র মূল রচনাও তাই।

nusrat-faria-ice-today

পরীর হাতে আছে স্বপ্নজাল, অন্তর জ্বালাসহ দেড় ডজন সিনেমা। অন্যদিকে মুক্তির অপেক্ষায় আছে নুসরাতের ‘প্রেমী ও প্রেমী’। হাতে আছে ‘ধ্যেৎতেরিকি’।

jannatul-ferdous-piya-model-in-vogueতবে ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হওয়ার ক্ষেত্রে সাম্প্রতিক তারকাদের মধ্যে এগিয়ে আছেন জান্নাতুল ফেরদৌস পিয়া। আন্তর্জাতিক ম্যাগাজিন ‘ভোগ’ এর অক্টোবর সংখ্যার ভারতীয় সংস্করণে প্রচ্ছদ মডেল হয়েছেন তিনি। ইত্তেফাকের সাথে দেয়া সাক্ষাতকারে পিয়া জানান, ভোগ এর পক্ষ থেকেই তার সাথে যোগাযোগ করা হয় এবং ফটোশ্যুট এর জন্য তিনি মুম্বাই যান।


মন্তব্য করুন