Select Page

যেখানে দেখবেন ‘ধূমকেতু’

যেখানে দেখবেন ‘ধূমকেতু’

শফিক হাসান পরিচালিত ‘ধূমকেতু’ মুক্তি পেল শুক্রবার। ছবিটিতে অভিনয় করেছেন শাকিব খান ও পরী মনি। আরো আছেন তানহা তাসনিয়া, আলীরাজ, প্রয়াত দিতি, অমিত হাসানসহ অনেকে।

সিনেমাটি সারাদেশের ৯৩টি হলে মুক্তি পেয়েছে। দেখে নিন হল তালিকা—

ঢাকা : মধুমিতা, সনি, শ্যামলী, পূরবী, মুক্তি, বলাকা, চিত্রামহল, জোনাকী, পূর্ণিমা, গীত, পূনম, শাহীন, বি জি বি, সেনা অডিটরিয়াম, চাঁদমহল ও চম্পাকলি।

ঢাকার বাইরে : নিউ গুলশান, নিউ মেট্রো (নারায়নগঞ্জ), রানীমহল (ডেমরা), পান্না (মুক্তারপুর), বর্ষা (জয়দেবপুর), ঝংকার (পাঁচদোনা), নন্দিতা (সিলেট), মনিকা (শায়েস্তাগঞ্জ), রাজ (কুলিয়ারচর), কেয়া (টাঙ্গাইল), কল্লোল (মধুপুর), ফালগুনী (নাগরপুর), দর্শন (ভৈরব), পূরবী (ময়মানসিংহ), মনিহার (যশোর), পূর্বাশা (শান্তাহার), মৌসুমী (চালাকচর), পালকী (চান্দিনা), রজনীগন্ধা (সিরাজগঞ্জ চালা), কাকলী (শেরপুর), মনোয়ার (জামালপুর), মডার্ন (দিনাজপুর), শংঙ্খ (খুলনা), চিত্রালী (খুলনা), শাপলা (রংপুর), সেনা অডিটরিয়াম (সাভার), নবীন (মানিকগঞ্জ), বনানী (কুষ্টিয়া), চিত্রবানী (গোপালগঞ্জ), সংগীতা (সাতক্ষীরা), ময়ূরী (বাগআচড়া), রুপসী (ভোলা), অভিরুচি (বরিশাল), আলমাস (চট্রগ্রাম), লিলি (কুলাউড়া), লালমনি (লালমহন), মানসী (কিশোরগঞ্জ), মুন (হোমনা), সাধনা (রাজবাড়ি), সোনিয়া (বগুড়া), ক্লিওপেট্রা (ধুনট বগুড়া), হিরক (গোবিন্দগঞ্জ), উপহার (রাজশাহি), হ্যাপি (লক্ষীপুর), মোহনা (কোনাবাড়ি), বনলতা (ফরিদপুর), চলন্তিকা (গোপালদী), শান্তনা (হাজিগঞ্জ), রূপকথা (পাবনা), চন্দ্রা (পটিয়া), ঝংকার (বকসিগঞ্জ), মিলন (মাদারিপুর), তিতাস (পটুয়াখালি), ফিরোজমহল (পাগলা), ছন্দা (কালিগঞ্জ), রাজু (ঈশ্বরদী), সোনালী (গোড়াঘাট), অনামিকা (পিরোজপুর), লাইট হাউজ (পারুলিয়া), নসিব (সাপাহার), রংধনু (নজিপুর), জনতা (জলঢাকা), আয়না (আক্কেলপুর), মধুমতি ও গ্যারিশন (কুমিল্লা), কানন (সাগরদিঘি), শাহীন (বল্লাহ বাজার), মুন (মুক্তাগাছা), ছবিঘর (ঝিনাইদাহ), লাভলী (আমতলী), আলীম (মঠবাড়িয়া), শিল্পী মিলন (মধ্যনগর), অন্তরা (মেলানদহ), পূরবী (চট্রগ্রাম) ও মনিহার (শাহজাদপুর)।


মন্তব্য করুন