Select Page

যে গল্পের ভিলেন ‘নিয়তি’

যে গল্পের ভিলেন ‘নিয়তি’

nioty

ছবির নাম ‘নিয়তি’, তার ভিলেনও ‌‘নিয়তি’। এমনটাই জানায় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। আরিফিন শুভজলি অভিনীত সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাবে ১২ আগস্ট, ভারতে মুক্তি পায় ১০ জুলাই। পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু

জাজের পক্ষ থেকে বলা হয়, সব গল্পে একজন ভিলেন থাকে, সবার জীবনেও ভিলেন থাকে, এক বা একাধিক। মানুষ বা গল্পের নায়ক/নায়িকা সেই ভিলেনের বিরুদ্ধে যুদ্ধ করে নিজের সুখ স্বপ্ন বাস্তবায়ন করে।

কিন্তু কখন কখন আমাদের নিয়তিই হয়ে উঠে আমাদের ভিলেন। সবার সাথে যুদ্ধ করে জেতা যায়, কিন্তু নিয়তির সাথে যুদ্ধ করে জেতা যায় না।

‘নিয়তি’ সিনেমাতে আরেফিন শুভ ও জলির জীবনে বা প্রেমের মাঝে একমাত্র ভিলেন হলো তাদের নিয়তি! এখন ওরা কী করবে? মানুষ তো নিয়তির সাথে যুদ্ধ করে পেরে ওঠে না! ওরা কিভাবে পারবে? তাহলে ওদের প্রেম ভালোবাসা কি নিয়তির কাছে হার মেনে যাবে?

‘নিয়তি’ সিনেমাটা আপনাকে দেখাবে ভালোবাসা মানুষকে কত বড় করে, ভালোবাসা মানুষকে কত মহৎ করে। ভালোবাসার মানুষকে ভালো রাখার জন্য নিজের আত্মত্যাগের এক জ্বলন্ত মহিমা নিয়তি।

নিয়তি আপনাকে হাসাবে, নিয়তি আপনাকে ভাবাবে, নিয়তি আপনার ভালোবাসাকে আরও গভীর করবে এবং নিয়তি আপনাকে কাঁদাবে।


মন্তব্য করুন