Select Page

যৌথ প্রযোজনার নতুন প্রিভিউ কমিটি : প্রথম অনুমতি পেল ‌‘নূর জাহান’, এরপর ‌’স্বপ্নজাল’

যৌথ প্রযোজনার নতুন প্রিভিউ কমিটি : প্রথম অনুমতি পেল ‌‘নূর জাহান’, এরপর ‌’স্বপ্নজাল’

যৌথ প্রযোজনার নতুন প্রিভিউ কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে এরই মধ্যে। দিয়েছে নতুন সিনেমাকে ছাড়ও। খবর জাগো নিউজ

নতুন নীতিমালার আওতায় যৌথ প্রযোজনায় প্রথম ছবি হিসেবে সেন্সরে যাবার অনুমতি পেয়েছে ‘নূর জাহান’। ৩০ জানুয়ারি এফডিসিতে ‘নূর জাহান’র প্রিভিউ হয়। কোনো রকম আপত্তি ছাড়াই ছবিটি সেন্সর বোর্ডে পাঠানোর অনুমোদন দেয় কমিটি, নিশ্চিত করেছেন কমিটির সভাপতি এফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন।

তিনি বলেন, ‘প্রথম ছবি হিসেবে আমরা ‘নূর জাহান’ দেখেছি। একে সেন্সরে যাবার অনুমতি দেয়া হয়েছে। আর আগামী ৫ ফেব্রুয়ারি গিয়াস উদ্দীন সেলিমের যৌথ প্রযোজনার ছবি ‘স্বপ্নজাল’ দেখা হবে।’

এদিকে কমিটির সদস্য পরিচালক সমিতির সভপাতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘যৌথ প্রযোজনার ‘নূর জাহান’ ছবিটি দেখা হয়েছে এবং এটিকে সেন্সরে পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে। যেহেতু ছবিটির কাজ শুরু হয়েছিলো পুরনো নীতিমালার সময়ে তাই ‘নূর জাহান’ ছবিটির গল্প মৌলিক না হওয়া সত্ত্বেও ছাড় দিয়ে সেন্সরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। তবে নতুন নীতিমালার আওতায় মৌলিক গল্প না হলে ছবিকে অনুমতি দেয়া হবে না। এবং এই ব্যাপারে কঠোর থাকবে নতুন প্রিভিউ কমিটি।’

গত বছর আন্দোলনের মুখে সাময়িকভাবে বন্ধ করা হয় যৌথ প্রযোজনার সিনেমা। সংশোধন আনা হয় এর নীতিমালায়। তারই অংশ হিসেবে যৌথ প্রযোজনার ছবির জন্য নতুন করে গঠিত হয় প্রিভিউ কমিটি। এই কমিটি ছবি দেখে অনুমতি দিলে তবেই সেটি সেন্সরে যাবার যোগ্যতা পাবে। অন্যথায় সেটি সেন্সরে প্রদর্শিত হবে না।

নতুন প্রিভিউ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন। সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, তথ্যমন্ত্রণালয়ের চলচ্চিত্র বিভাগের উপসচিব শাহিন আরা বেগম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, প্রযোজক ও পরিবেশক সমিতির সহকারী প্রশাসক রথীন্দ্রনাথ রায়, প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ ও বিএফডিসির পরিচালক (উৎপাদন) বিভাগের স্বপন কুমার ঘোষ।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ‘নূরজাহান’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কলাকাতার পরিচালক রাজ চক্রবর্তীর প্রতিষ্ঠান রাজ চক্রবর্তী প্রোডাকশন। সাথে আছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসও। পরিচালনা করছেন রাজের সহকারী ও চিত্রনাট্যকার অভিমন্যু মুখোপাধ্যায় ও বাংলাদেশের আবদুল আজিজ। ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন কলকাতার অদ্রিত ও বাংলাদেশের পূজা চেরি। এটি আসছে ভালোবাসা দিবসে মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

অন্যদিকে এপার বাংলা থেকে বেঙ্গল ক্রিয়েশনস ও ভারত থেকে বেঙ্গল বারতা প্রযোজনা করছে ‘স্বপ্নজাল’। ‘মনপুরা’র পর প্রায় আট বছরের বিরতি শেষে এই ছবিটি নিয়ে ফিরছেন নির্মাতা গিয়াস উদ্দীন সেলিম। তার ছবিটিতে জুটি বেঁধেছেন বাংলাদেশের নায়িকা পরীমনি ও নবাগত ইয়াশ রোহান।


Leave a reply