Select Page

যৌথ প্রযোজনার ৮ ছবি ছেড়েছেন মিশা

যৌথ প্রযোজনার ৮ ছবি ছেড়েছেন মিশা

‘৮টি যৌথ প্রযোজনার ছবি ফিরিয়ে দিয়েছি। আমি উঁচু গলায় বলতে পারবো আমি কথা রেখেছি। যেদিন সব নিয়ম মেনে যৌথ প্রযোজনার ছবি হবে সেদিন আমি কাজ করবো। এর আগে আমি আমার কথা থেকে সরে দাঁড়াবো না।’

এভাবে ইত্তেফাককে যৌথ প্রযোজনার প্রসঙ্গে নিজের অবস্থানের কথা জানালেন খল অভিনেতা মিশা সওদাগর

যৌথ প্রযোজনাবিরোধী আন্দোলন নিয়ে তিনি আরো বলেন, ‘আমি অন্য সমিতি নিয়ে বলবো না। সেটা বলা আমার জন্য উচিত হবে না। কিন্তু আমি যে দায়িত্বেই ছিলাম ঠিকভাবে পালন করেছি। আমাদের শিল্পী সমিতি হিন্দি ছবি আমদানি ও যৌথ প্রযোজনা নিয়ে আন্দোলন করেছে। কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছে। কিন্তু এই কমিটমেন্ট ক’জন রেখেছেন। ঠিকই যৌথ প্রযোজনার ছবিতে তাদের দেখা গেছে। আমি বলতে পারবো এরপর আমি কোনো যৌথ প্রযোজনার ছবিতে কাজ করিনি।’

জনপ্রিয় এ তারকা বর্তমানে শিল্পী সমিতির সভাপতি পদে লড়ার প্রস্তুতি নিচ্ছেন। মিশা বলেন, ‘প্রস্তুতি তো চলছে। আমরা অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি। আমাদের সিনিয়র যারা আছেন তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছি। জয়-পরাজয় থাকবেই। কিন্তু আমি যদি নির্বাচিত হই তাহলে অবশ্যই নিজের দায়িত্ব থেকে যতটুকু করা সম্ভব ততোটুকু আমি করবো। এটি শুধু নির্বাচন করছি বলে বলছি না। এর আগে সবাই আমাকে দেখেছে যেকোনো প্রতিবাদ বা কর্মসূচিতে আমার অগ্রগতি কতটা ছিল। সবার কাছে দোয়া চাই।’

এদিকে শোনা যাচ্ছে, শাবনূরের বিপরীতে একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। এ প্রসঙ্গে মিশা বলেন, ‘পরিচালকের সাথে যখন ছবিটি নিয়ে কথা হয়েছে তখন তিনি বলেছেন শাবনূর থাকছেন। আমি গল্প দেখেছি। গল্প ভালো লেগেছে তাই কাজটি করছি। শাবনূরের বিষয়টি নিশ্চিত করে পরিচালক বলতে পারবেন। আর নায়ক হিসেবে আসলে নিজেকে বলতে চাই না। এখানে আমি ইতিবাচক প্রধান চরিত্রটি করছি।’


Leave a reply