Select Page

‘রঙের দুনিয়া’য় ৩ আবদুল করিম

‘রঙের দুনিয়া’য় ৩ আবদুল করিম

ronger duniaগীতিকবি ও গায়ক শাহ আবদুল করিমের জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘রঙের দুনিয়া’। বায়োপিকটিতে আবদুল করিম চরিত্রে অভিনয় করছেন তিন অভিনেতা। বর্তমানে সিনেমাটির দৃশ্যায়ন চলছে।

‘রঙের দুনিয়া’ নির্মাণ করছেন মোক্তাদির ইবনে ছালাম। এতে প্রয়াত এ ব্যক্তিত্বের জীবনের তিনটি পর্যায় দেখা যাবে—কৈশোর, মাঝবয়স ও বার্ধক্য। ছবিতে মধ্যবয়সী শাহ আবদুল করিমের চরিত্রে অভিনয় করছেন সংগীতশিল্পী আগুন। আর তাঁর বার্ধক্যের সময়টিকে পর্দায় ফুটিয়ে তুলবেন খাইরুল আলম সবুজ। এ ছাড়া কিশোর বয়সের চরিত্রে অভিনয় করবেন নবাগত নবীন।

এরই মধ্যে ছবির শুটিং শুরু হয়েছে। কিশোর আর বৃদ্ধ বয়সের শাহ আবদুল করিমকে এখনো ক্যামেরার সামনে দেখা না গেলেও মাঝবয়সী শাহ আবদুল করিমের চরিত্রে আগুন গত সপ্তাহে শুটিং শুরু করেছেন সুনামগঞ্জের উজানধলে। এ গ্রামেই বেড়ে উঠেছিলেন শাহ আবদুল করিম। খবর প্রথম আলো।


মন্তব্য করুন