Select Page

রহস্য ডাকছে!

রহস্য ডাকছে!

# প্রকাশ হয়েছে ‘দেবী’র অফিসিয়াল ফার্স্টলুক পোস্টার
# গল্পের আবহে পুরোপুরি ধরা দিল মিসির আলি ও রানু
# সাথে গা ছমছমে পোড়াবাড়ি, ছায়া মূর্তি ও রহস্যময় হাত
# সিনেমাটি মুক্তি পাব ১৯ অক্টোবর

যুক্তিবাদী ও কৌতুহলী মিসির আলি আর বিষণ্ন রানু- তারা কেমনভাবে তাকান তার একটা আদল দর্শকদের জানা হয়ে গেছে। তারই একটি পরিপূর্ণ রূপ দেখা গেল ‘দেবী’ সিনেমার ফার্স্টলুক পোস্টারে।

এর আগে চরিত্রগুলোর পরিচিতিমূলক পোস্টার, টিজার ও দুটি গান মুক্তি পেয়েছিল। পাশাপাশি ছিল ভক্তদের তৈরি করে নিরীক্ষামূলক পোস্টার। মঙ্গলবার মুক্তি পায় আনুষ্ঠানিক পোস্টার। হ্যাঁ, অনেকেই ভাবতে পারেন এতগুলো প্রচারণা উপকরণের পর ফার্স্টলুক পোস্টার কেন? কিন্তু আপনি নিশ্চয় ভেবেছেন- কী যে খামতি ছিল- পোস্টারে ওঠে আসেনি পরিপূর্ণ গল্প। এবার তা পূরণ হলো।

‘দেবী’ বাংলা সাহিত্যে অতিপঠিত উপন্যাসগুলোর একটি। দর্শকের জানাই আছে, এটি কোন ঘরানার। পোস্টারে সেই ভাব পুরো আছে আবহে। মিসির আলি ও রানু প্রতিষ্ঠিত আদল তো আছে, রানুর দিকে বাড়িয়ে দেওয়া একটা হাত ও পেছনে ছায়ামূর্তি বা গা ছমছমে পোড়োমূর্তি বলে দিচ্ছে রহস্য আর উন্মোচনের অপেক্ষায় আছে কিছু একটা। হ্যাঁ, তা-ই দেবী।

সরকারি অনুদানে হুমায়ূন আহমেদের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘দেবী’। প্রধান দুই চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী ও জয়া আহসান। নামি অভিনেত্রী প্রতিষ্ঠান সি তে সিনেমার প্রথম প্রয়াস এটি। সাথে আছেন শবনম ফারিয়া, অনিমেষ আইচ, ইরেশ যাকেরসহ অনেকে।

অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ মুক্তি পাবে ১৯ অক্টোবর।


মন্তব্য করুন