Select Page

‘রাজনীতি’ নির্মাণের উপহার চোখের জল

‘রাজনীতি’ নির্মাণের উপহার চোখের জল

বুলবুল বিশ্বাস। বাংলাদেশি সিনেমার এক হতভাগ্য পরিচালকের নাম। তার প্রথম সিনেমা ‘রাজনীতি’ নিয়ে রাজনীতির শেষ নেই যেন। যৌথ প্রযোজনার কবলে পড়ে ঈদুল ফিতরে পায়নি পর্যাপ্ত হল, এক মাস পড়ে এসেও তা থেকে মুক্তি নেই। লাইভে এসে চোখের পানি ঝরালেন এ পরিচালক। যা সমসাময়িক বাংলাদেশি সিনেমার নিষ্ঠুর চিত্র।

এক সপ্তাহের বেশি সময় ধরে প্রচারণা চালানো হচ্ছিল, ১১ আগস্ট থেকে রাজধানীর শ্যামলী সিনেমা হলে দেখানো হবে ‘রাজনীতি’ ছবিটি। হল কর্তৃপক্ষও সেভাবে পোস্টার সাঁটিয়েছিলেন। সবই চূড়ান্ত ছিল। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে পাল্টে গেলো চিত্র।

শুক্রবার (১১ আগস্ট) বিকেল ৪টা নাগাদ সংশ্লিষ্টরা জানতে পারলেন যে, ‘রাজনীতি’ নয়, জাজ মাল্টিমিডিয়ার ‘নবাব’র প্রদর্শনী করছেন হল কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ‘রাজনীতি’ ছবির পরিচালক বুলবুল বিশ্বাস। ফেসবুক লাইভে এসে কাঁদলেন। জানালেন, তার সিনেমা বানাবেন না। প্রশ্ন তুললেন— এখন কোথায় চলচ্চিত্রের ১৮ সংগঠন?

দর্শকেরও প্রশ্ন ১৮ সংগঠন ও শাকিব চুপ কেন? সবাই কি নিজের স্বার্থে মশগুল।

গল্প ও অভিনয় বিচারে ‘রাজনীতি’ ঈদের অন্য সব সিনেমা থেকে এগিয়ে ছিল। ঢাকার দর্শকরাও খুশি হয়েছিলেন শ্যামলীতে ‘রাজনীতি’ মুক্তি পাচ্ছে শুনে। শেষ পর্যন্ত তা আর হলো কই?


Leave a reply