Select Page

রাজ্জাকের শারীরিক অবস্থার উন্নতি

রাজ্জাকের শারীরিক অবস্থার উন্নতি
razzakনায়ক রাজ রাজ্জাকের শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে বলে জানিয়েছেন তার ছোট ছেলে অভিনেতা সম্রাট। তিনি বলেন, বাবা এখন ভালো আছেন। আশা করছি শিগগিরই বাবাকে বাড়িতে নিয়ে যেতে পারব।
সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, গতকাল শনিবার আই সি ইউ থেকে কেবিনে নেওয়ার পর আজকে  বাবার অবস্থার উন্নতি ঘটেছে। খুব তাড়াতাড়ি বাবা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। ডাক্তার বলেছেন অবস্থা আর একটু ভালো হলেই আজ অথবা আগামীকাল বাবাকে হাসপাতাল থেকে ছেড়ে দেবেন।

৪ এপ্রিল শুক্রবার নায়ক রাজকে শ্বাসকষ্টজনিত কারণে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এর আগে ২৯ মার্চ একই সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরদিন সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আবার অসুস্থ হয়ে পরেন এ অভিনেতা। পরে শুক্রবার তাকে দ্বিতীয়বারের মত হাসপাতালে নেওয়া হয়।


মন্তব্য করুন