Select Page

‘রানা প্লাজা’

‘রানা প্লাজা’

6862_e5সাইমন ও পরীমনিকে নিয়ে ‘রানা প্লাজা’ নামে নতুন একটি ছবির শুটিং শুরু করেছেন তরুণ পরিচালক নজরুল ইসলাম খান। রবিবার থেকে এফডিসির কড়ই তলায় বস্তির সেট ফেলে ছবির শুটিং শুরু করেছেন তিনি।

নতুন প্রযোজনা সংস্থা এ এম মাল্টি মিডিয়ার প্রযোজনায় নির্মীয়মাণ ‘রানা প্লাজা’ ছবির কাহিনী গড়ে উঠেছে সাভারের ভয়াবহ দুর্ঘটনা রানা প্লাজা ধসের ঘটনা নিয়ে। ছবিতে পরীমনি বিস্ময়কন্যা ‘রেশমা’র চরিত্রে অভিনয় করছেন। সাইমন অভিনয় করছেন তার স্বামীর চরিত্রে।

‘রানা প্লাজা’ পরীমনি অভিনীতি দ্বিতীয় ছবি। এর আগে তিনি শাহ আলম পরিচালিত ‘সীমাহীন ভালবাসা’ নামে একটি ছবিতে কাজ করেছেন তিনি।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Coming Soon
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?
বঙ্গবন্ধুর বায়োপিকের অভিনয়শিল্পী বাছাই কেমন হয়েছে?

Shares