Select Page

রায়হান রাফীর পূর্বাভাস অনুযায়ী এলো ভয়ংকর ‘তুফান’

রায়হান রাফীর পূর্বাভাস অনুযায়ী এলো ভয়ংকর ‘তুফান’

 ‘তুফান’ নিয়ে উল্টেপাল্টে দেয়া পূর্বাভাস দিয়েছিলাম পরিচালত রায়হান রাফী। সে অনুযায়ী ফল পাওয়া গেল অনলাইনে।

আজ বুধবার (২৭ মার্চ) বিকাল ৪টায় প্রকাশ হয়েছে শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমার পোস্টার।  অফিশিয়াল ফার্স্টলুক পোস্টারের মাধ্যমে এ অভিনেতাকে অগ্রীম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ছেন নির্মাতা।

শাকিব খানের জন্মদিন ২৮ মার্চ। এ উপলক্ষে দরদ ও রাজকুমার টিমের পক্ষ থেকে একাধিক চমকের ঘোষণা এলেও প্রথম চালটি দিয়ে দিলেন রায়হান রাফী। এখন দেখার অপেক্ষা অনন্য মামুন ও হিমেল আশরাফের ঝুলিতে কী আছে!

এর আগে গতকাল রাফী লেখেন, “একটি বিশেষ ঘোষণা: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল বাংলার আকাশে বাতাসে এক ভয়ংকর চৈতালী তুফান বয়ে যেতে পারে। সবাইকে নিরাপদে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। ঘোষণাটি শেষ হলো। ধন্যবাদ।”

গত বছরের শেষ দিকে ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে ‘তুফান’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেয় ঢাকা-কলকাতার তিন প্রতিষ্ঠান চরকি, আলফা আই ও এসভিএফ।

বর্তমানে ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত হচ্ছে ‘তুফান’-এর শুটিং। এতে শাকিবের বিপরীতে আছেন মাসুমা রহমান নাবিলা ও মিমি চক্রবর্তী। ভিলেন হিসেবে যিশু চক্রবর্তী থাকার গুঞ্জন রয়েছে। সিনেমাটি মুক্তি পাবে ঈদুল আজহায়।


Leave a reply