Select Page

রিমেক হচ্ছে বেদের মেয়ে জোসনা, মনের মাঝে তুমি, মোল্লা বাড়ির বউ, গাড়িয়াল ভাই ও নসিমন

রিমেক হচ্ছে বেদের মেয়ে জোসনা, মনের মাঝে তুমি, মোল্লা বাড়ির বউ, গাড়িয়াল ভাই ও নসিমন

১৯৮৯ সালে মুক্তি পাওয়া বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসা সফল ছবি ‘বেদের মেয়ে জোসনা’ রিমেক করছে জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ। সঙ্গে আছে আরও চার সিনেমা ‘মনের মাঝে তুমি’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘গাড়িয়াল ভাই’ ও ‘নসিমন’। চ্যানেল আইকে খবরটি জানিয়েছেন বঙ্গ’র পরিচালক মুশফিকুর রহমান মঞ্জু।

তিনি বলেন, “বর্তমান সময়ের চাহিদাকে মাথায় রেখে ‘বেদের মেয়ে জোসনা’ রিমেক হতে যাচ্ছে। শুধু ‘বেদের মেয়ে জোসনা’ নয়, সঙ্গে আরও ৪ ছবি রিমেক করতে যাচ্ছে বঙ্গ।”

ইতোমধ্যে সবগুলো ছবির মূল প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আইনগত বিষয়ের উভয় পক্ষের মধ্যে চুক্তির কাজও সম্পন্ন হয়েছে। ১৪ ফেব্রুয়ারি ছবিগুলো ডিজিটাল এবং পুণঃনির্মাণের স্বত্ব পুরোপুরি কিনে নিয়েছে বঙ্গ।

মঞ্জু বলেন, “বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে ব্যবসা সফল ছবি ‘বেদের মেয়ে জোসনা’র পুণঃনির্মাণ বিষয়টি বঙ্গ বেশ গুরুত্বের সাথেই নিয়েছে। বর্তমানে চিত্রনাট্যে কিছুটা এদিক সেদিক করা হচ্ছে। নির্মাণের ক্ষেত্রে বর্তমান সময়ের সকল আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। মূল চরিত্র নির্বাচনেও থাকবে বড় চমক।”

তিনি মনে করেন, “বেদের মেয়ে জোসনা’ পুণঃনির্মাণ সত্যিকার অর্থে একটি বড় চ্যালেঞ্জ। কারণ, এই ছবিটি এখনও বাঙ্গালি দর্শক মনে দারুণ ভাবে জায়গা দখল করে রেখেছে। সময় পাল্টালেও এর আবেদন কমেনি। আর এখানেই কর্তৃপক্ষের মূল চ্যালেঞ্জ। বঙ্গ সবসময় মানুষদের সুস্থ বিনোদন দিতে চায়। নতুন সময়ের দর্শকদের সামনে নতুন ভাবে তুলে ধরতে বঙ্গ সার্বিকভাবে প্রস্তুত।”

শিগগির নতুন ‘বেদের মেয়ে জোসনা’র নায়ক-নায়িকা এবং পরিচালকের নাম ঘোষণা করা হবে। আড়ম্বরপূর্ণ আয়োজনে করা হবে এর শুভ মহরত অনুষ্ঠান। চলতি বছরেই নতুন ‘বেদের মেয়ে জোসনা’ মুক্তি দিতে চায় বঙ্গ। পর্যায়ক্রমে ‘মনের মাঝে তুমি’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘গাড়িয়াল ভাই’ এবং ‘নসিমন’ রিমেক করবে।

 


মন্তব্য করুন