Select Page

রিয়াজের জন্মদিন : তিন দিনে ১২ সিনেমা

রিয়াজের জন্মদিন : তিন দিনে ১২ সিনেমা

রিয়াজের জন্মদিন ২৬ অক্টোবর। এ উপলক্ষে তার অভিনীত ১২টি সিনেমা প্রদর্শন করেছে নাগরিক টেলিভিশন। ছবিগুলো দেখানো হবে ২৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত।

ছবিগুলোর মধ্যে ২৬ অক্টোবর সকাল ৮টায় থাকছে ‘মনে পড়ে তোমাকে’। বেলা ১১টায় ‘মিলন হবে কত দিনে’, বেলা ২টা ৪৫ মিনিটে ‘বুক ভরা ভালোবাসা’, আর রাত ১১টা ২০ মিনিটে ‘হৃদয়ের আয়না’।

২৭ অক্টোবর প্রচার হবে ‘মেঘের কোলে রোদ’, ‘গুন্ডার প্রেম’, ‘মন ছুঁয়েছে মন’, ‘স্বপ্নের পুরুষ’।

আর ২৮ অক্টোবর শেষ দিনের আয়োজন অক্টোবর পর্যায়ক্রমে দেখানো হবে ‘ভালোবাসা ভালোবাসা’, ‘হৃদয়ের বন্ধন’, ‘নিঃস্বাসে তুমি বিশ্বাসে তুমি’ ও ‘ও প্রিয়া তুমি কোথায়’।


Leave a reply