Select Page

রুবেলের ‘মিশন সিক্স’

রুবেলের ‘মিশন সিক্স’

0_Fri02012015034637_mohorot

জনপ্রিয় অভিনেতা রুবেল সাময়িক বিরতির পর অভিনয়ে ফিরলেন। ভক্তদের উচ্ছাস থামতে না থামতেই আবার পরিচালনায়ও ফিরলেন। সম্প্রতি অনুষ্ঠিত হলো তার মিশন সিক্স চলচ্চিত্রের মহরত। চলচ্চিত্রটি প্রযোজনা করছেন শাহিন কবির।

বছরের প্রথমদিনে এফডিসিতে মিশন সিক্স এর মহরত অনুষ্ঠিত হয়।বরাবরের মতো চলচ্চিত্রটি হবে মার্শাল আর্ট নির্ভর।

নতুন ছবি নিয়ে রুবেল বলেন, ‘এই ছবিতে আমি চেষ্টা করবো দর্শককে গতানুগতিক ধারার বাইরে কিছু উপহার দিতে। চেষ্টা করবো দর্শককে নতুন কিছু দেয়ার। ছবিটি নিয়ে আমি আশাবাদী।’

চলচ্চিত্রটির প্রধান চরিত্রে দেখা যাবে জায়েদ খানকে। রুবেল নিজে একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন।  এ চলচ্চিত্রে আরও অভিনয় করবেন পরিমণি, মৌসুমী হামিদআলেকজান্ডার বো


মন্তব্য করুন