Select Page

দেশে ফিরছেন রুবেল-ইমন-সিদ্দিক

দেশে ফিরছেন রুবেল-ইমন-সিদ্দিক

khbpfhtiআদম পাচারের অভিযোগে বিমান বন্দরে আটক রুবেলইমনসিদ্দিক দেশে ফিরছেন শীঘ্রই। মিশন আফ্রিকা এবং প্রথম দেখা নামে দুটি চলচ্চিত্রের অভিনয়ের উদ্দেশ্যে তারা দক্ষিন আফ্রিকা গিয়েছিলেন, কিন্তু আদম পাচারের অভিযোগে তাদের আটকে দেয়া হয়।

এ প্রসঙ্গে নায়ক ইমন বাংলামেইলকে বলেন, ‘অনেক মিডিয়াতে খবরটা নেতিবাচক ভাবে প্রকাশ করা হয়েছে। আদম পাচারের কথা বলা হয়েছে। আসলে তেমন কিছু না। মূলত দক্ষিণ আফ্রিকায় শ্যুটিং করার কোন অনুমোদন ছিলো না ছবি দুটির। তাই কর্তৃপক্ষ আমাদের শ্যুটিং করতে দেয়নি।’

আগামী ১৩ জানুয়ারী দেশে ফিরে একটি সংবাদ সম্মেলন করে পুরো বিষয়টি খোলসা করা হবে বলেও তিনি জানিয়েছেন।


মন্তব্য করুন