Select Page

রূপের প্রথম গান (ভিডিও)

রূপের প্রথম গান (ভিডিও)

বরাবরের মতো আলোচনা তৈরি করেছে ভিকি জাহেদ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রূপ’। এবার প্রকাশ হল প্রমোশনাল মিউজিক ভিডিও ‘চল না আজ’। কণ্ঠ দিয়েছেন ইমরান। এর কথা লেখার পাশাপাশি সুর ও সঙ্গীতায়োজন করেছেন মাহামুদ হায়াৎ অর্পণ। টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে সোমবার সন্ধ্যায়।

‘রূপ’-এ অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও লাক্স তারকা মুমতাহিনা টয়া। তার সহশিল্পী হিসেবে রয়েছেন সাগর আহমেদ। ২০১৬ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বখাটে’তে অভিনয় করে বেশ প্রশংসিত হন টয়া। ‘রূপ’ তার দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

ছবিটির গল্প লিখেছেন পরিচালক ভিকি জাহেদ নিজেই। ‘চল না আজ’ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রমোশনাল গানটি আমরা দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে নির্মাণ করেছি। ইমরান গানটি বেশ ভালো গেয়েছেন। অর্পণ অনেক ইমোশন দিয়ে গানটির কথা লিখেছেন ও মিউজিক করেছেন।’

‘রূপ’ প্রযোজনা করছেন খলিলুর রহমান এবং সহ-প্রযোজক হিসেবে আছে টাইগার মিডিয়া। চিত্রগ্রাহক হিসেবে ছিলেন বিদ্রোহী দীপন, সম্পাদনায় আছেন সাইফ রাসেল। ‘রূপ’ একটি মোশন ভাস্কর নির্মাণ।

৭ ও ৮ মে পুরান ঢাকার বেশ কয়েকটি লোকেশন ও পুবাইলে ‘রূপ’-এর দৃশ্যধারণ করা হয়। চলতি মাসের শেষদিকে ‘রূপ’ অনলাইনে মুক্তি পাবে।


মন্তব্য করুন