রোজার কারণে শুটিং বন্ধ
মনোয়ার হোসেন ডিপজল চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনাও করছেন তিনি। বর্তমানে এই অভিনেতার হাতে রয়েছে দুটি সিনেমার কাজ। তবে এই অভিনেতা রোজার কারণে আপাতত এ দুটি সিনেমার শুটিং বন্ধ রেখেছেন।
এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে ডিপজল বলেন, ‘রোজার কারণে সিনেমার শুটিং বন্ধ রেখেছি। রোজার মধ্যে কোনো সিনেমার কাজ করব না। রোজার পরে ‘এক কোটি টাকা’ ও ‘দুলাভাই জিন্দাবাদ’ সিনেমার কাজ শেষ করব। ’
ছটকু আহমেদ পরিচালিত ‘এক কোটি টাকা’সিনেমার প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। এ সিনেমায় মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়িকা আঁচল আঁখি।
এদিকে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘দুলাভাই জিন্দাবাদ’ সিনেমার কাজ প্রায় শেষের পথে। এতে মনোয়ার হোসেন ডিপজলের বিপরীতে অভিনয় করেছন চিত্রনায়িক মৌসুমী।