Select Page

রোজী আফসারীর মৃত্যুবার্ষিকী বুধবার

রোজী আফসারীর মৃত্যুবার্ষিকী বুধবার

12565339_536185859895959_4347710763823527104_n

গুণী অভিনেত্রী রোজি আফসারীর নবম মৃত্যুবার্ষিকী বুধবার। ২০০৭ সালের ৯ মার্চ কিডনি রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

তার পুরো নাম শামীমা আক্তার রোজী। পরে স্বামী মালেক আফসারী নামের শেষাংশ নিজের নামে যোগ করেন। তিনি ১৯৪৯ সালের ২৩ এপ্রিল লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন।

১৯৬২ সালে আব্দুল জব্বার খান পরিচালিত ‘জোয়ার এলো’তে প্রথম অভিনয় করেন রোজী। প্রথম খ্যাতি অর্জন করেন নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘আলোর মিছিল’ চলচ্চিত্রে অভিনয় করে। তার শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলোর মধ্যে আছে ‘সূর্য গ্রহন’, ‘সূর্য সংগ্রাম’, ‘জীবন থেকে নেয়া’ ও ‘তিতাস একটি নদীর নাম’।

প্রায় ৪ দশক ধরে তিনি প্রায় ৩৫০টি চলচ্চিত্রে অভিনয় করেন। এর মধ্যে পাকিস্তানের ‘জাগে হুয়া সাবেরা’, ‘পুনম কি রাত’সহ প্রায় ২৫টি উর্দু ছবি রয়েছে। তার অন্যান্য জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে রয়েছে, ওরা ১১ জন, লাঠিয়াল, এতটুকু আশা, নীল আকাশের নিচে, অশিক্ষিত, প্রতিকার, এই ঘর এই সংসার ইত্যাদি। রোজী অভিনীত সর্বশেষ ছবি ‘পরম প্রিয়’ ২০০৫ সালে মুক্তি পায়। তিনি ‘আশা নিরাশা’ নামে একটি ছবিও পরিচালনা করেন।

রোজীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বাসায় কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে মালেক আফসারী জানিয়েছেন।


Leave a reply