Select Page

শফিক তুহিনের সংগীত পরিচালনায় পোড়ামন

শফিক তুহিনের সংগীত পরিচালনায় পোড়ামন

2013-06-09-17-04-45-51b4b5addbd71-09১৪ জুন মুক্তি পাচ্ছে পোড়ামন চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রের গানগুলো ইতিমধ্যে বেশ আলোচিত হয়েছে। আহমদ ইমতিয়াজ বুলবুলের পাশাপাশি এই ছবিতে সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় গীতিকার ও গায়ক শফিক তুহিন

‘প্রাণপাখি ময়না’ গান দিয়ে গীতিকার থেকে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন শফিক তুহিন, তবে বর্তমানে অডিও অ্যালবামের চেয়ে চলচ্চিত্রের গানের সুর ও সংগীত নিয়ে বেশী ব্যস্ত সময় কাটাচ্ছেন। ফলাফলও পাচ্ছেন হাতে হাতে, সম্প্রতি মুক্তি পাওয়া ‘অন্যরকম ভালোবাসা’ ছবিতে তার গাওয়া দুটি গান শ্রোতাপ্রিয় হয়েছে।

সুত্র: প্রথম আলো


মন্তব্য করুন