Select Page

শহরজুড়ে পরীমণি

শহরজুড়ে পরীমণি
Bhalobasha-Shimahin-b-235x275আলোচিত নায়িকা পরীমণির প্রথম চলচ্চিত্র মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার। এ উপলক্ষে সারা শহর ছেয়ে গেছে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের পোস্টারে। তবে বেশীরভাগ পোস্টারেই পরীমণির সহশিল্পীরা অনুপস্থিত, শুধু পরীর ছবি দিয়ে পোস্টার ছাপানো হয়েছে।

ভালোবাসা সীমাহীনের পোস্টারে পরীমণির উপস্থিতি দেখে মনে হচ্ছে নির্মাতারা পরীমণির প্রতি দর্শকদের আগ্রহকে বেশি বিবেচনায় রেখেছেন। নোমান কথাচিত্রের ব্যানারে শাহ আলম মন্ডলের পরিচালনায় এই ছবিটিতে আরও অভিনয় করেছেন জায়েদ খানআনিসুর রহমান মিলন। কিন্তু পোস্টারে তাদের উপস্থিতি নেই।
ভালোবাসা সীমাহীন পরীমণি অভিনীত প্রথম চলচ্চিত্র যা মুক্তি পেতে যাচ্ছে। রানা প্লাজার রেশমা চরিত্রে অভিনয় করে পরীমণি আলোচনায় আসলেও ছবিটি সেন্সরবোর্ড কর্তৃক প্রদর্শনযোগ্য নয় ঘোষনা দেয়া হয়েছে। ফলে ভালোবাসা সীমাহীনই হচ্ছে পরীর মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র। তবে কোন ছবি মুক্তির আগেই দুই ডজন ছবিতে চুক্তিবদ্ধ হয়ে হইচই ফেলে দিয়েছেন পরীমণি। ভালোবাসা সীমাহীন চলচ্চিত্র মুক্তি পেলে বোঝা যাবে – পরীমণি সত্যই তার অবস্থান তৈরী করতে সক্ষম হবেন কিনা।
ভালোবাসা সীমাহীনের ট্রেলার পাওয়া যাবে এখানে


মন্তব্য করুন