Select Page

শাকিবকে নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এসভিএফ

শাকিবকে নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এসভিএফ

বছরখানেক আগে মুক্তি পায় শামীম আহমেদ রনি পরিচালিত ‘রংবাজ’। ওই সময় শোনা গিয়েছিল সিনেমাটি প্রযোজনা করছে ভারতীয় প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের (এসভিএফ) ঢাকার অফিস। যদিও পরে বিষয়টি অস্পষ্ট থেকে যায়।

এবার এসভিএফ জানালো, প্রথম স্থানীয় প্রযোজনা নিয়ে বাংলাদেশের চলচ্চিত্রে শিল্পে প্রবেশ করছে। রাজীব বিশ্বাসের পরিচালনায় অভিনয় করেছেন শাকিব খান, নুসরাত ও সায়ন্তিকা।

এর আগে ‘মাস্ক’ নামে সিনেমাটি পরিচিতি পেলেও প্রকাশিত পোস্টার বা ফেসবুক বার্তায় কোনো নাম দেওয়া হয়নি।

এসভিএফের মেসেজটি হলো— ‪We are entering the Bangladesh film industry with our first local production. A film directed by Rajib and starring the undisputed megastar of Bangladesh Shakib Khan along with Nusrat & Sayantika. #SVFStories 2018

সম্প্রতি এক অনুষ্ঠানে নিজেদের ২৪টি সিনেমার মেগা প্রজেক্টের ঘোষণা দেয় এসভিএফ। সেখানে অন্যান্য সিনেমার পাশাপাশি শাকিবের নাম প্রকাশ না হওয়া সিনেমাটির পোস্টার স্থান পায়।

এর আগে যৌথ প্রযোজনার একাধিক সিনেমায় প্রধান প্রতিদ্বন্দ্বী এসকে মুভিজের সঙ্গে কাজ করলেও এই প্রথম এসভিএফের সঙ্গে জুটি হচ্ছেন শাকিব। প্রতিষ্ঠান হিসেবে এসভিএফ খুবই আগ্রাসী। এখন দেখার বিষয়, শাকিবকে নিয়ে বাংলাদেশে তাদের মিশন কতদূর গড়ায়।


Leave a reply