 
শাকিবের প্রযোজনায় দুই ছবি
 গত বছর শাকিব খান প্রযোজিত প্রথম ছবি হিরো দ্য সুপারস্টার মুক্তি পায়। এর পরপরই শাকিব ঘোষণা দেন, প্রতিবছর অন্তত দুটি করে ছবি প্রযোজনা করবেন। সে অনুযায়ী এ বছর তাঁর প্রযোজনায় শুরু হতে যাচ্ছে নতুন দুটি চলচ্চিত্রের কাজ।
গত বছর শাকিব খান প্রযোজিত প্রথম ছবি হিরো দ্য সুপারস্টার মুক্তি পায়। এর পরপরই শাকিব ঘোষণা দেন, প্রতিবছর অন্তত দুটি করে ছবি প্রযোজনা করবেন। সে অনুযায়ী এ বছর তাঁর প্রযোজনায় শুরু হতে যাচ্ছে নতুন দুটি চলচ্চিত্রের কাজ।
শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে প্রোডাকশনস চূড়ান্ত করেছে তাদের নতুন দুই ছবির নাম। এর মধ্যে একটি প্রেমবাজ, অন্যটি লাগাম। প্রেমবাজ পরিচালনা করবেন বদিউল আলম খোকন। আর লাগাম পরিচালনা করবেন পরিচালক শামীম আহমেদ রনি।
আগামী এপ্রিল থেকে একে একে প্রেমবাজ ও লাগাম ছবির শুটিং শুরু হবে। দুই ছবিতেই দেখা যাবে অপু বিশ্বাসকে। অপুর পাশাপাশি দুজন নতুন নায়িকারও অভিষেক ঘটবে। তবে নতুনদের নাম এখনই প্রকাশ করতে চাননি শাকিব।
তথ্য ও ছবি: প্রথম আলো
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 






