Select Page

শাকিবের লুকে রংবাজি

শাকিবের লুকে রংবাজি

‘রংবাজ’ পরিচালনা করছেন শামীম আহমেদ রনি। বুধবার প্রকাশ হলা সিনেমাটর ফার্স্টলুক। এতে অদ্ভুত সাজে পাওয়া গেল শাকিব খানকে।

ছাঁচকাটা হালকা দাড়ি সঙ্গে চুলে ও জুলফিতেও করা হয়েছে নকশা। কানে দুল, গলায় চেইন, চোখে সানগ্লাস— কী নেই। ঘাড়ে আঁকা হয়েছে ট্যাটু, যাতে লেখা রংবাজ।

বর্তমানে পাবনায় চলছে ‘রংবাজ’-এর চিত্রায়ন। সেখানে টানা ১৪দিন থাকবে ইউনিট।

পুরনো ঢাকার একটি পরিবারের গল্পে নির্মিত হচ্ছ ‌‘রংবাজ’। শাকিবের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলি। মুক্তি পাবে ফিতরে। প্রযোজনায় আছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও রূপরঙ চলচ্চিত্র।


মন্তব্য করুন