Select Page

শাকিব খানের ‘ডার্লিং’

শাকিব খানের ‘ডার্লিং’

skআবারও মনতাজুর রহমান আকবরের পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। সম্প্রতি ‘ডার্লিং’ নামের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন শাকিব খান

ছবির শুটিং শুরু হবে অক্টোবরের প্রথম সপ্তাহে। ছবিটির লোকেশান ঠিক করা হয়েছে মালয়েশিয়া ও ব্যাংককে।

বর্তমানে ছবিটির প্রি-প্রডাকশনের কাজ শুরু হয়েছে। চলছে গান রেকর্ডিং ও অন্যান্য কাজ।

আকবরের সাথে কাজ করার সুযোগ পেয়ে শাকিবও বেশ খুশি। তিনি জানান, তারা দুইজন একত্রে খুব বেশি কাজ না করলেও, যে ক’টিতে করেছেন- সেগুলো ব্যবসায়িকভাবে সফল। আশা করছেন এটিও সফলতার মুখ দেখবে।

ছবিতে একজন নতুন নায়িকার কথা ভাবছেন পরিচালক।

সুত্র: কালের কন্ঠ


মন্তব্য করুন