Select Page

শাকিব খানের নতুন সিনেমাও সাজিয়ে-গুছিয়ে দেবেন ভারতীয়রা

শাকিব খানের নতুন সিনেমাও সাজিয়ে-গুছিয়ে দেবেন ভারতীয়রা

গত কয়েক বছরে পরপর বড় বাজেটের সিনেমা উপহার দিয়েছেন শাকিব খান। পেয়েছেন সাফল্যও। কিন্তু এসব সিনেমা টাকা আয়ের পাশাপাশি কারিগরিভাবে দেশীয় সক্ষমতাকে কতটা বিকাশ করেছে তা এখনো প্রশ্ন সাপেক্ষ।

‘প্রিয়তমা’কে শাকিব খানের কভিড-মহামারীপরবর্তী নতুন অধ্যায় বলা যায়। সেই সিনেমায় নায়িকা থেকে একাধিক বিভাগে ছিলেন ভারতীয় কলাকুশলীরা। শোনা যায়, তাদের অনেকে যথাযথ অনুমতি ছাড়াই ভ্রমণ ভিসায় কাজ করেছেন। এমনকি অন্যান্য সিনেমায়ও অনুমতি ছাড়া বিদেশীদের ব্যবহারের অভিযোগ রয়েছে।

আগামী ঈদুল ফিতর উপলক্ষে এরই মধ্যে ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার ঘোষণা দিয়েছেন ছোটপর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদ।

জানা গেছে, এ সিনেমায় শাকিবের বিপরীতে থাকছেন তিন নায়িকা, যাদের একজন ভারতীয়। এছাড়া ক্যামেরা, নৃত্যপরিকল্পক, ফাইট মাস্টার, মেকআপম্যান— এই চার দায়িত্ব পালন করবেন বলিউডের খ্যাতনামীরা।

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমেক পরিচালক আবু হায়াত মাহমুদ কয়েকদিন আগে জানিয়েছেন, তিনি ক্যামেরার দায়িত্ব ছেড়ে দিচ্ছেন ‘অ্যানিম্যাল’-খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়কে। প্রসঙ্গত, সেই ছবির নায়ক রণবীর কাপুর। একই ছবির মেকআপম্যান শাকিবকে সাজানোর দায়িত্বে থাকবেন।

হঠাৎ কেন বাংলাদেশের ছবিতে বলিউড-যোগ? জবাবে পরিচালক আবু হায়াত এবং প্রযোজনা সংস্থার পক্ষ থেকে অনিরুদ্ধ দাস জানিয়েছেন, ‘আমাদের একটাই চাওয়া, ছবির দৃশ্য, সজ্জা এবং অ্যাকশন যেন আন্তর্জাতিক মানের হয়। তাই বলিউডের খ্যাতনামী চিত্রগ্রাহক, রূপসজ্জাশিল্পী, ফাইট মাস্টারকে বেছেছি।’

বলিউড সূত্রে জানা গেছে, সিনেমার ধরন ও বাজেট ভেদে অমিত রায়ের পারিশ্রমিক ২০ লাখ থেকে এক কোটি রুপি হয়ে থাকে।

‘প্রিন্স’ সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রায় ৪০ দিনের শিডিউলের জন্য তিনি নিচ্ছেন প্রায় এক কোটি টাকা।

ছবির গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, “বাংলাদেশে শাকিব ‘রোমান্স এবং অ্যাকশনের রাজা’। সেই অনুযায়ী গল্প বেছেছি। নব্বইয়ের দশকের মাফিয়ারাজ, সেই সময়ের অন্ধকার দুনিয়া ছবিতে উঠে আসবে। নায়কের নানা বয়স দেখানো হবে। তার জন্য হয়তো প্রস্থেটিক রূপটানের দরকার হতে পারে।”

তিন নায়িকার অন্যতম কি শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার ইধিকা পাল? সে বিষয়ে অবশ্য এখনই মুখ খুলতে রাজি নন পরিচালক। তিন নায়িকার এক নায়িকা যে কলকাতার, সে কথা জানিয়েছেন তিনি। এও জানিয়েছেন, ছবির শুটিং হবে বাংলাদেশ, কলকাতা, মুম্বই এবং দক্ষিণ ভারত জুড়ে। ছবিতে গানের বড় ভূমিকা থাকবে। সেই দায়িত্ব কাকে দিতে চলেছেন সে কথা এখনই জানাতে রাজি নন পরিচালক। সব ঠিক থাকলে এ বছরের নভেম্বর থেকে শুটিং। তার আগে দুর্গাপুজোর আবহে শুটিংস্থল খুঁজতে কলকাতায় চলে যাবে টিম ‘প্রিন্স’। এ থেকে ধারণা করা যায়, সিনেমাটিতে বিস্তৃত পরিসরে দেখা মিলবে ভারতীয়দের।

‘প্রিন্স’ পরিচালনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।


Leave a reply