Select Page

শাকিব খানের সঙ্গে আলোচনায় থাকা এই বলিউড নায়িকারা কতটা পরিচিত?

শাকিব খানের সঙ্গে আলোচনায় থাকা এই বলিউড নায়িকারা কতটা পরিচিত?

অনন্য মামুন যা-ই করেন, আলোচনা ছাড়িয়ে যায় তার চেয়ে বেশি। আর শাকিব খান যদি সঙ্গে থাকেন, তাহলে তো কথা এমনিতেই ছড়াবে। কয়েক মাস আগে এই পরিচালক শাকিবকে নিয়ে নতুন নতুন তথ্য দিয়ে যাচ্ছেন। যদিও এ নিয়ে নায়কের তরফ থেকে কোনো সাড়া নেই।

এর আগে অনন্য মামুনের মধ্যস্থতায় কলকাতার ‘চালবাজ’ নামের ছবিতে অভিনয় করেছেন শাকিব। পরিচালক-নায়ক জুটি হয়ে করেছেন ‘নবাব এলএলবি’। অবশ্য দুটো ছবির কোনোটিই সফল নয়।

সব মিলিয়ে বরাবরই ভারতের সঙ্গে গাটছড়া বাধতে ওস্তাদ অনন্য মামুন। সেই যৌথ প্রযোজনার নামে আমদানি বা সরাসরি আমদানি। এবার বলছেন, শাকিবকে নিয়ে মুম্বাই-কলকাতার প্রযোজকের সঙ্গে প্যান-ইন্ডিয়ান সিনেমা বানাচ্ছেন।

সাইকোপ্যাথ ও দরদ দুটো নাম শোনা গেলেও কোনোটিতে সিলমোহর দেননি অনন্য মামুন। ঘটা করে বলছেন ‘বলিউডের নায়িকা’ থাকছেন বাংলাদেশের কিং খানের বিপরীতে। কারা এই নায়িকারা, কতটাই বা পরিচিত?

গুঞ্জনে উঠে এসেছে বলিউডের প্রাচী দেশাই, নেহা শর্মা, জেরিন খান ও শেহনাজ গিলের নাম। অবশ্যই তারা সবাই বড় নায়কদের সঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন, তবে স্টার পাওয়ারের তত জোর নেই। আর বাংলাদেশের কোনো নায়কের বিপরীতে বলিউডে শীর্ষে থাকা কোনো নায়িকার অভিনয়ের নজির নেই। অবশ্য আকর্ষণ বাড়ানো ছাড়া তার দরকারও নেই।

শুরুর দিকে নেহা শর্মা ও শেহনাজ গিলকে নিয়ে বেশি আলোচনা হয়েছে। ২০০৭ সালে তেলেগু সিনেমা ‘চিরুথা’ দিয়ে বড়পর্দায় অভিষেক নেহার। হিন্দিতে ক্রুক, ক্যায়া সুপার কুল হ্যায় হাম, ইয়ামা পাগলা দিওয়ানা টু, সোলো ও তানাজি। এছাড়া ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি।

আলোচনায় থাকা শেহনাজ গিলের পরিচিতি ছাড়িয়েছে বিগ বসে অংশগ্রহণ করে। এ উপলক্ষে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান। এছাড়া অভিনয় করেছেন পাঞ্জাবি ছবিতে। গায়িকা হিসেবেও দেখা গেছে তাকে।

অবশ্য সময় গড়াতে গুঞ্জন ঝুঁকেছে জেরিন খানের দিকে। ক্যাটরিনা কাইফের সঙ্গে ব্রেকআপের পর ২০১০ সালে সালমান ‘বীর’ সিনেমার নায়িকা করে আনেন তাকে। তবে ততটা সফল ক্যারিয়ারের দেখা পাননি তিনি। জেরিনের অন্য আলোচিত সিনেমার মধ্যে রয়েছে ইরোটিক ধাঁচের ‘দ্য হেইট স্টোরি থ্রি’।

একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে ঢাকা পোস্ট উদ্ধৃত করেছেন অনন্য মামুনকে। তিনি বলেন, ‘শাকিব খানের বিপরীতে আমরা জেরিন খানকে পছন্দ করেছি। তার সঙ্গে সব ধরনের কথা বার্তা সম্পন্ন হয়েছে। এখন প্রযোজক থেকে নিশ্চিত করলেই জেরিন খানের নাম অফিসিয়াল ঘোষণা দেব।’

অন্যদিকে টিভি সিরিয়াল থেকে আসা প্রাচী দেশাইয়ের ঝুলিতে রয়েছে রক অন!, ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই বা বোল বচ্চনের মতো ছবি। তবে অনেক দিন ধরে আলোচনায় নেই এই নায়িকা।

নির্মাতা অনন্য মামুনের ভাষ্য, ‘ছয় মাস ধরে গল্প লেখার কাজ চলছে। ভারতের সাথে কো-প্রোডাকশন (যৌথ প্রযোজনা) হচ্ছে। শাকিব খান হিরো, হিরোইন বলিউড থেকে নেয়া হচ্ছে। ৩০ সেপ্টেম্বর শুটিং শুরু হবে বেনারস থেকে।’

ছবিটি বাংলার পাশাপাশি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় নির্মিত হবে বলেও জানিয়েছেন এই নির্মাতা।


মন্তব্য করুন