Select Page

শাকিব খান এবার কবি

শাকিব খান এবার কবি

নানান ধরনের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার মধ্যে ‘কবি’ চরিত্র সম্ভবত নেই। এবার তা-ই হতে যাচ্ছেন এই নায়ক। সিনেমার নামও ‘কবি’। প্রযোজকও শাকিব।

প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি নতুন একটি ছবির গল্প শোনাতে শাকিব খানের কাছে যান পরিচালক হাসিবুর রেজা কল্লোল। ছবির গল্প শুনে মুগ্ধ হন তিনি।

এরপর আরও কয়েক দফা ছবিটি নিয়ে কথা বলেন নায়ক-প্রযোজক ও পরিচালক। গল্পটা এত ভালো লাগে যে একপর্যায়ে পরিচালককে প্রস্তাব দেন, ছবিটি তিনিই প্রযোজনা করবেন। এস কে ফিল্মস থেকে তৈরি হবে হাসিবুর রেজার ‘কবি’।

কল্লোলের সত্তা ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন শাকিব। ছবিটির জন্য ২০১৭ সালে সেরা নায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

‘কবি’ প্রসঙ্গে কল্লোল বলেন, ‘তার সঙ্গে প্রথম কাজে বোঝাপড়া এতটা ভালো ছিল না। সখ্য তৈরি হওয়ার পর দেখলাম দুজনের একটা জায়গায় খুব মিল, ভালো কাজ। শাকিবের দেশপ্রেম আর চলচ্চিত্রের প্রতি ভালোবাসাও আমাকে মুগ্ধ করেছে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলা চলচ্চিত্রের একটি সম্মানজনক জায়গা তৈরি করার ক্ষেত্রে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন।’

শাকিব জানান, সমাজ বদল এবং অসংগতির বিরুদ্ধে কবি যে অবস্থান নেন, তার কবিতায় দেশ, নারী, মা, প্রেমিকা নানা রূপে ধরা দেয়। এটাই কবির গল্প। কবি দেশপ্রেমের গল্প, দ্রোহের গল্প, হাহাকারের গল্প। বলেন, ‘গল্পটা প্রথম শুনেই আমি নড়েচড়ে বসি। মনে হচ্ছিল, এমন একটি গল্পের খোঁজ অনেক দিন ধরেই করছিলাম।’

মার্চে ‘কবি’র শুটিং শুরু হবে। ছবির নায়িকা কে হচ্ছেন, তা জানতে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।

ছবির গল্প কল্লোলের, চিত্রনাট্য করছেন আসাদ জামান।

২০১১ সালে ‘অন্ধ নিরঙ্গম’ সিনেমার মাধ্যমে পরিচালনায় পা রাখেন কল্লোল। ‘সত্তা’ তার দ্বিতীয় ছবি। মাঝে আরেকটি ছবির খবর শোনা গেলেও বাস্তবে রূপ নেয়নি।


মন্তব্য করুন