Select Page

শাকিব-জয়া’র একশ দিন

শাকিব-জয়া’র একশ দিন

bg20131027021740শাকিব খানজয়া আহসান অভিনীত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ ছবির শততম দিন পূর্ণ হলো আজ। গত বছরের ১৬ই অক্টোবর ঈদুল আজহায় মুক্তির পর এখন পর্যন্ত বিরতিহীনভাবে চলছে এই সুপারহিট ছবিটি। সাফিউদ্দিন সাফি পরিচালিত ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যাশনাল প্রযোজিত এ ছবির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান

ছবিটিতে আরও অভিনয় করেছেনে আরেফিন শুভমিমোসহ অনেক তারকা শিল্পী।  এ ছবিটি ঈদে ৩৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর এখন পর্যন্ত দেশের প্রায় ১৩০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বর্তমানে ছবিটি চলছে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমা’স, ঝঙ্কার (বকশীগঞ্জ), স্টার ভিউ (কোনশোনগর), ঝর্ণা (দাউদকান্দি), মণিহার (ফরিদগঞ্জ), হীরামণ (নেত্রকোনা), দিলশাদ (সিলেট), পালকি (চান্দিনা), মণিহার (যশোর), বনানী সিনেমা (কুষ্টিয়া) ও নবীন সিনেমা (নবীনগর) প্রেক্ষাগৃহে।

প্রযোজনা সূত্রে জানা গেছে, দর্শকদের অনুরোধে শিগগিরই দেশের আরও ২০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী। এ ছবিটির সাফল্যের ধারাবাহিকতায় শিগগিরই ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যাশনাল দুটি ছবির কাজ শুরু করতে যাচ্ছে।


মন্তব্য করুন