Select Page

শাকিব প্রযোজিত সিনেমায় নেই অপু!

শাকিব প্রযোজিত সিনেমায় নেই অপু!

shakib-apu

শাকিব খানের লাকি নায়িকা অপু বিশ্বাস। কিং খান অনেক নায়িকার সঙ্গে অভিনয় করলেও ‘রাজা ৪২০’ জুটির রসায়ন একদম আলাদা। অথচ প্রথম সিনেমায় অপু থাকলেও শাকিবের দ্বিতীয় প্রযোজনায় খোঁজা হচ্ছে নতুন নায়িকা।

শাকিব খানের প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হবে ‘প্রিয়া রে— এ হার্টলেস লাভ স্টোরি’। পরিচালনায় আছেন ‘মেন্টাল— ইট ক্যান বি ইউর লাভ স্টোরি’ নির্মাতা শামীম আহমেদ রনি। গল্পও তার।

বাংলাদেশ পরিচালক সমিতিতে ২৮ ফেব্রুয়ারি চলচ্চিত্রটির নাম নিবন্ধন হয়েছে। ‘প্রিয়া রে’র গল্প অনুযায়ী লাগছে নতুন নায়িকা। তা-ই হন্য হয়ে খুঁজছেন পরিচালক। তবে সিনেমাটিতে আর কে কে থাকছেন জানা যায়নি। বলা যায় না, হয়তো চমকে হিসেবে হাজির হতে পারেন অপু। আবার রনির ট্র্যাকলিস্ট বলে অন্য কথা। তার প্রথম সিনেমার নায়ক শাকিব হলেও তিন নায়িকার কেউই অপু নন।

২০১৭ সালের ভালোবাসা দিবসকে সামনে রেখে মুক্তির জন্য নির্মিত হচ্ছে ‘প্রিয়া রে’। চিত্রনাট্য লিখছেন আবদুল্লাহ জহির বাবু। চলতি বছরে ইউরোপে দৃশ্যধারণের মাধ্যমে শুরু হবে ‘প্রিয়া রে’।

শাকিব প্রযোজিত প্রথম সিনেমা ‌’হিরো দ্য সুপারস্টার‘র দুই নায়িকার একজন ছিলেন অপু। বর্তমানে এ জুটি হাতে আছে আধা ডজন সিনেমা।


মন্তব্য করুন