Select Page

শাকিল খান-পপি জুটির কথা

শাকিল খান-পপি জুটির কথা

নব্বই দশকে নাঈম-শাবনাজ, সালমান শাহ-শাবনূর, সালমান শাহ-মৌসুমী জুটির পর তারুণ্যের জুটি হিসেবে নব্বইয়ের শেষে আগমন ঘটে শাকিল খানপপি জুটি। তাদের দারুণ একটা ক্রেজ গড়ে উঠেছিল।

স্কুল-কলেজগামী ছেলেমেয়েরা সবসময়ই তারুণ্যনির্ভর জুটি পছন্দ করে তারই ধারাবাহিকতায় শাকিল খান-পপি জুটি জনপ্রিয়তা পেয়েছিল। দুজনের ম্যাচিংটাও খুব ভালো হয়েছিল।

শাকিল-পপি জুটির অভিষেক ঘটে হিন্দি ‘দিল’ মুভির অফিসিয়াল রিমেক ‘আমার ঘর আমার বেহেশত’ ছবি দিয়ে। ছবিটি চমৎকার ছিল। শাকিল-পপি জুটির ওয়ান অফ দ্য বেস্ট ছবি। হিন্দিতে আমির খান-মাধুরী দীক্ষিত জুটির মতোই বাংলা ছবিতে শাকিল-পপি জমজমাট কেমিস্ট্রি দেখিয়েছিল। গানগুলোর বাংলা ভার্সনও সুনির্মিত ছিল। ‘আমি প্রেম কি জানি না’, ‘প্রতিদিন ভালোবাসা চাই বন্ধু’ গান দুটি তুমুল জনপ্রিয় ছিল ছবি মুক্তির পর।

‘প্রাণের প্রিয়তমা’ ছবিটি ভিসিআরে জনপ্রিয় ছিল। এ ছবিতে পপির রূপ-সৌন্দর্য ছিল দেখার মতো। এ ছবির জনপ্রিয় গান ছিল-

‘মিষ্টি ও দুটি চোখে কিসের ভাষা

সে কি ভালোবাসা, ভালোবাসা’

খুবই রোমান্টিক গান ছিল।

‘অগ্নিস্বাক্ষী’ ছবিটি শাবানা-আলমগীরের জুটির পাশাপাশি শাকিল-পপিও ছিল দারুণ। এ ছবিটি বাকি ছবিগুলোর থেকে কিছুটা আলাদা। একটা গান রেডিওতে খিব জনপ্রিয় ছিল –

‘মনটা চায় প্রতিদিনই

দেখা করি তোমার সাথে

সকালে দুপুরে সন্ধ্যায়

হয় দিনে নয়তো রাতে’

এ ছবিতে শাবানা-আলমগীর জুটির পাশাপাশি শাকিল-পপিও দৃষ্টি আকর্ষণ করেছিল। কালজয়ী গান ‘বড় সাধ জাগে একবার তোমায় দেখি’ এটাতেও শাকিল-পপিকে ভালো লেগেছে।

‘এই মন তোমাকে দিলাম’ ছবিটিও মানসম্মত। ববিতার চরিত্রটি ছবির ফোকাস অনেকটাই তার দিকে গেছে গল্পের কারণে। শাকিলের পাগল হয়ে যাবার পর ছবিতে দারুণ ড্রামা জমে। এ ছবিতে শাকিল-পপির ‘দাম দিয়ে প্রেম যায় না কেনা’ গানটি জনপ্রিয়। 

‘বর্ষা বাদল’ ছবিটি খুবই জনপ্রিয় এ জুটির। এই ছবিতে শাকিল-পপির ফুলটাইম রোমান্স, ড্রামা ছিল। তাদের ঘিরেই গল্প ছিল জমজমাট।

‘অবুঝ মনের ভালোবাসা’ ছবিটি প্রথমদিকের মিষ্টি প্রেমের ছবি। এই ছবিতে শাকিলের লিপে খালিদ হাসান মিলু-র কণ্ঠে অসাধারণ একটা গান আছে –

‘অপরূপা রূপ তোমার

ভ্রমর কালো চোখ,

গোলাপ ফোঁটা ঠোঁট দুটি

দেখি অপলক’

পপির রূপ দেখে ভালোবেসে এই গান ধরে শাকিল। গানটির নির্মাণও ভালো ছিল।

দিলরুবা খানের কালজয়ী গান ‘নির্জন যমুনার কূলে’ শাকিল-পপির অসাধারণ আরেকটি গান ‘মিলন মালার প্রেম’ ছবিতে।

‘পাহারাদার’ ছবির ‘আমার জন্য তোমারে’ গানটিও উল্লেখযোগ্য।

এভাবে বেশকিছু মানসম্মত ছবি নির্মাণ হয়েছিল শাকিল-পপি জুটির। দুঃখজনক হলেও সত্য তারা নিজেদের জনপ্রিয়তার জায়গাটি ধরে রাখতে পারেনি। ক্যারিয়ারের ভালো সময়ে নিজেদের ইমেজ নষ্ট করেছে। একে অপরকে দোষারোপ করে হাসির পাত্র হয়েছে। ছবির দিকেই যদি মনোযোগ দিত তবে এ জুটির কাছ থেকে ভালো ভালো ছবি আরো পাওয়া যেত। ব্যক্তিগত কোন্দলে জড়িয়ে পড়ে। এর ফলে একটা দারুণ সম্ভাবনাময় জুটি হারিয়ে যায়।


Leave a reply