Select Page

শিল্পকলায় ‘হেলেন কেলার’

শিল্পকলায় ‘হেলেন কেলার’

স্বপ্নদলের  প্রশংসিত প্রযোজনা ‘হেলেন কেলার’-এর ৫ম প্রদর্শনী অনুষ্ঠিত হবে শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে।  নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুন্ডু ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

‘বিশ্বের বিস্ময়’ মহিয়সী নারী হেলেন কেলারের জীবন, কর্ম, স্বপ্ন, সংগ্রাম ও দর্শনভিত্তিক একক অভিনয় নাট্য ‘হেলেন কেলার’-এ অভিনয় করছেন জুয়েনা শবনম এবং প্রযোজনা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন শাখাওয়াত শ্যামল।

হেলেন কেলার প্রযোজনা অন্ধ ও বধির নারী হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাস আর শিক্ষয়িত্রী অ্যান স্যালিভানের অতিমানবিক প্রেরণায় সকল নেতিবাচকতার বিরুদ্ধে হেলেন কেলারের ঘুরে দাঁড়ানোর কাহিনি। রবীন্দ্র মানসে প্রভাবিত হেলেন কেলারের তার শিক্ষয়িত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষ্যে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর, চার্লি চ্যাপলিন, মার্ক টোয়েন, কেনেডি, আইনস্টাইন প্রমুখ বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বদের সান্নিধ্যে তার জীবনে সমৃদ্ধির কথা।

উঠে আসে নারীজাগরণ, মানবতাবাদের পক্ষে এবং যুদ্ধ, ধ্বংস, সহিংসতা, বর্ণবাদ তথা আণবিক অস্ত্রের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থানের কথা। পাশাপাশি উঠে আসে তার ব্যক্তিজীবনের নানা পূর্ণতা, অপূর্ণতার প্রসঙ্গও।

সূত্র : ইত্তেফাক


মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

সাপ্তাহিক জরিপ

ঈদে মুক্তিপ্রাপ্ত কোন ছবিটি সবচেয়ে বেশি ভালো লেগেছে?

রাজনীতি
নবাব
বস টু

surveymaker

Shares