Select Page

শিশু চলচ্চিত্র উৎসব শুরু ১ মার্চ

শিশু চলচ্চিত্র উৎসব শুরু ১ মার্চ

12297_e2‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ এই স্লোগানকে সামনে নিয়ে শুরু হতে যাচ্ছে সপ্তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। ১লা মার্চ থেকে ৭ই মার্চ পর্যন্ত দেশের ছয়টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে এ উৎসব। বিভাগীয় শহরগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুরে।

এ উপলক্ষে গতকাল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উৎসব পরিচালক মোরশেদুল ইসলাম, মুনিরা মোরশেদ মুননী, মোহাম্মদ জাফর ইকবালসহ আরও অনেকে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের উৎসবে সারাদেশে মোট ১২টি ভেন্যুতে ৩৫টি দেশের দেড় শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শন করা হবে। অন্যদিকে ঢাকায় মূল উৎসব কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তন।

আয়োজকরা আরও জানান, উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে ১লা মার্চ বিকাল চারটায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি চত্বরে। উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও মুকাভিনেতা পার্থ প্রতীম মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উৎসব উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মুস্তাফা মনোয়ার।


মন্তব্য করুন