Select Page

শুটিং ফ্লোরে যাচ্ছে ‘পারলে ঠেকা’

শুটিং ফ্লোরে যাচ্ছে ‘পারলে ঠেকা’

Dhallywood_info_MOVIE_PARLE_THEKA-3

বছর দুয়েক আগে অনলাইনে মুক্তি পাওয়া জয়া আহসানের ‘জঙ্গলের ডাক’ গানটি বেশ সাড়া ফেলেছিল। এটি ছিল সামুরাই মারুফ পরিচালিত ‌‘পারলে ঠেকা’ চলচ্চিত্রের গান। ওই গানের পর চলচ্চিত্রটির কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি। তবে এবার শুটিংয়ে যাচ্ছে ‘পারলে ঠেকা’।

মে মাসেই শুরু হচ্ছে আলোচিত চলচ্চিত্র ‘পারলে ঠেকা’র শুটিং। সামুরাই মারুফ জানিয়েছেন বর্তমানে প্রি প্রোডাকশনের কাজ চলছে।

মূল গল্পভাবনা পরিচালকের হলেও ছবির চিত্রনাট্য করেছেন রফিকুল আনোয়ার রাসেল। ছবির অন্যতম সহকারী পরিচালক শান্তনু ঘোষ। ছবিতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন সুষমা সরকার, টাইগার রবিসহ অনেকেই।

গান প্রকাশের প্রায় দুই বছর পরে মূল চলচ্চিত্রের শুটিং শুরু হওয়া প্রসঙ্গে পরিচালক সামুরাই মারুফ বাংলা মেইল২৪.কমকে বলেন, ‘আসলে স্টুডিও ভার্সনের গানটি আমরা নিজেদের মত করে চিত্রায়ন করেছিলাম। কিন্তু এতোটা জনপ্রিয় হয়ে যাবে, তা বুঝিনি। ছবির কাজ ধরতে একটু দেরী হয়েছে বিভিন্ন কারনেই। স্ক্রিপ্ট, সবার শিডিউল মেলানো, নিজেদের সুযোগ সুবিধা, দেশের সার্বিক অবস্থা এবং সবচেয়ে বড় কথা প্রিপ্রোডাকশন। যেহেতু একটু বেশী সময় পেয়েছি, প্রিপ্রোডাকশনটা ভালো করে করতে পেরেছি। আশা করছি ছবিতে তার প্রতিফলন থাকবে।’


মন্তব্য করুন