Select Page

শুভদিনে ‘ভালো থেকো’

শুভদিনে ‘ভালো থেকো’

বলা হচ্ছিল ভালোবাসা দিবসকে সামনে রেখে ৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘ভালো থেকো’। এবার ভিন্ন খবর জানালো প্রযোজনা প্রতিষ্ঠান দি অভি কথাচিত্র।

প্রতিষ্ঠান থেকে জানায়, নায়ক   আরিফিন শুভর জন্মদিন ২ ফেব্রুয়ারি। আর সেদিন মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘ভালো থেকো’।

জাকির হোসেন রাজু পরিচালিত সিনেমাটির নায়িকা তানহা তাসনিয়া।

সিনেমাটির নির্বাহী প্রযোজক জাহিদ হাসান অভি বলেন, ‘শুধু নায়ক হিসেবে নয়, মানুষ হিসেবে শুভ আমার খুব পছন্দের একজন মানুষ। তাই সিনেমাটি তার জন্মদিনে মুক্তি দিচ্ছি।’

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, আমজাদ হোসেন, অরুণা বিশ্বাস, রেবেকা, এম এ শহীদ। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন আসিফ ইমরোজ।


মন্তব্য করুন