Select Page

শুভ জন্মদিন তারেক মাসুদ

শুভ জন্মদিন তারেক মাসুদ
Tareq Masud

আজ ৬ ডিসেম্বর অকাল প্রয়াত প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের জন্মদিন। ১৯৫৭ সালের এই দিনে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রামে এই গুণী নির্মাতা জন্মগ্রহণ করেন। ২০১১ সালের ১৩ আগস্ট তার নির্মানাধীন চলচ্চিত্র ‘কাগজের ফুল’ এর শ্যুটিং লোকেশন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। তারেক মাসুদের ৫৭তম জন্মবার্ষিকীতে বিএমডিবি পরিবার জানাচ্ছে বিনম্র শ্রদ্ধা। 

জনপ্রিয় এই নির্মাতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে তারেক মাসুদ মেমরিয়াল ট্রাস্ট এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আজ শুরু হচ্ছে দুদিনব্যাপী ‘তারেক মাসুদ উৎসব’। শিল্পকলা একাডেমীর চিত্রশালায় বিকাল চারটা থেকে শুরু হওয়া এই উৎসবে চলচ্চিত্র প্রদর্শনী, ডিভিডি-র মোড়ক উন্মোচন, বইয়ের প্রকাশনা অনুষ্ঠান, আলোচনা সহ বিভিন্ন কর্মসূচি থাকছে।

এছাড়া তারেক মাসুদের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করে জাতীয় দৈনিক এবং পত্রপত্রিকাগুলো বিশেষ প্রকাশনার উদ্যোগ গ্রহণ করেছে।


মন্তব্য করুন