Select Page

শেষ দৃশ্য নিয়ে শুরু ‘হৃদয় জুড়ে’

শেষ দৃশ্য নিয়ে শুরু ‘হৃদয় জুড়ে’

ফাঁসির মঞ্চ প্রস্তুত। একটু পরেই সেই মঞ্চে তোলা হবে নিরবকে। কার্যকর করা হবে ফাঁসি। ‘হৃদয় জুড়ে’র শেষ দৃশ্য এটি। আর এর মাধ্যমে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।

‘হৃদয় জুড়ে’ পরিচালনা করছেন রফিক শিকদার। নিরবের বিপরীতে আছেন কলকাতার প্রিয়াঙ্কা সরকার।

২৬ ফেব্রুয়ারি সিনেমাটির আনুষ্ঠানিক মহরতের পর মঙ্গলবার শুরু হয় শুটিং। সন্ধ্যায় এফডিসির মান্না ডিজিটাল ল্যাবের উল্টা পাশে তৈরি অস্থায়ী ফাঁসির মঞ্চ থেকে এর আনুষ্ঠানিক শুটিং শুরু হয়।

এ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে নিরব বলেন, ‘সিনেমার শেষ দৃশ্য দিয়েই শুটিংয়ের যাত্রা হচ্ছে আজ সন্ধ্যায়। যে দৃশ্যে আমার ফাঁসি হয়ে যাবে। তবে আজকের শুটিংয়ে প্রিয়াঙ্কা সরকারের কোনও সিকোয়েন্স নেই। যদিও তিনি আমার ফাঁসির দৃশ্য উপভোগ করতে শুটিংয়ে হাজির থাকছেন বলে জানতে পেরেছি।’

নিরব আরো জানান, চলতি মাসের প্রায় পুরোটাজুড়ে ছবিটির শুটিং চলবে এফডিসিসহ বাংলাদেশের বিভিন্ন লোকেশনে।


মন্তব্য করুন