শেষ পর্যন্ত ‘দেহ’ পপির
বেশ কয়েক মাস আগে সালমান হায়দানের পরিচালনায় দেহ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে ছিলেন পপি। এরপর ছবিটির কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি। সম্প্রতি জানা যায় অমৃতা খানকে কেন্দ্রীয় চরিত্রে রেখে একই নামের ছবি করছেন রেজাউর রহমান সবুজ। এই নিয়ে পানি কম ঘোলা হয়নি। তবে শেষ পর্যন্ত দেহ পপিরই থাকছে।
পত্রিকায় সবুজের ছবিটির কথা নজরে আসলে পপি ও সালমান হায়দার কড়া প্রতিবাদ করেন। এই দেখে পিছু হটে এসেছেন সবুজ ও আমৃতা।
সবুজ জানান, ছবিটির সাথে নাম ছাড়া কোথাও মিল নেই। নতুন নামেই তিনি ছবিটি নির্মাণ করবেন।
অন্যদিকে, অমৃতা এই ছবি থেকে সরে গেলেন।