Select Page

শেষ পর্যায়ের দৃশ্যায়নে ‘রাত্রির যাত্রী’

শেষ পর্যায়ের দৃশ্যায়নে ‘রাত্রির যাত্রী’

ratrir-jatri-milon-mousumi

বছর দুয়েক আগে শুরু হয়েছিল আনিসুর রহমান মিলনমৌসুমী অভিনীত ‘রাত্রির যাত্রী’র দৃশ্যায়ন। বিরতি দিয়ে কয়েক দফায় শুটিং করেন নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব।

এবার সিনেমাটির শেষ পর্বের কাজ শুরু হতে যাচ্ছে। ২০ আগস্ট থেকে টানা সপ্তাহখানেকের দৃশ্যায়নে ‘রাত্রির যাত্রী’র ক্যামেরা ক্লোজ হবে। এর মধ্যে রয়েছে ‘কি যে করো ময়না’ শিরোনামের একটি গানের দৃশ্যায়নসহ বেশকিছু দৃশ্য।

এ প্রসঙ্গে মৌসুমী মানবজমিনকে বলেন, ‘কাজটি বেশ ভালোভাবেই শুরু হয়েছিল। মাঝে একটু বিরতি থাকলেও এবার আবারও কাজ শুরু হচ্ছে বলে ভালো লাগছে। কাজটি আমিও শেষ করতে চাই। এ ছবিতে আমার চরিত্রের নাম ময়না। একটি মেয়ের রাতের জার্নিকে ঘিরে এ ছবির কাহিনী এগিয়েছে।’

‘রাত্রীর যাত্রী’তে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, রেবেকা পারভীন, মারজুক রাসেল, সালাহউদ্দিন লাভলু, শহিদুল আলম সাচ্চু, অরুণা বিশ্বাস, সোনিয়া হোসেন, শিমুল খান, আনান জামান, জিয়া তালুকদার, মুক্তা হাসান। দুটো আইটেম গানে অংশ নেন নায়লা নাঈম ও সাদিয়া আফরিন।


মন্তব্য করুন