Select Page

শেষ পর্যায়ে ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’

শেষ পর্যায়ে ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’

image_113848শেষ পর্যায়ে রয়েছে  সাইফ চন্দনেরছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল‘ ছবির কাজ। নির্মাতা এখন রিলিজের পরিকল্পনা করছেন।  ছবিটির প্রধান দুটি চরিত্রে আছেন আইরিনআরজু

ছটিটির নির্মাণে দীর্ঘসূত্রিতা নিয়ে চন্দন দৈনিক ইত্তেফাককে বলেন, ‘আমার প্রথম ছবি বলে এবং অন্য অনেক কারণেই সময় নিয়েছি। তবে এরপরের ছবি আমার টানা শিডিউলে শেষ করব। খুব শিগগিরই এ ছবির ঘোষণা দেবো। তবে যারা আমার এই ছবিটি দেখবেন তারা বুঝে যাবেন কেন ছবিটির সময় লেগেছে।’

আরজু-আইরিনের নতুন রসায়নে তৈরি এই ছবিটি নিয়ে প্রত্যাশাও অনেক। তবে নতুন ছবির ঘোষণা দিতে চান ছবির নায়ক চূড়ান্ত হলেই। তিনি আরো বলেন, ‘আমি একেবারে ফ্রেশ একটি লুক চাচ্ছি। এরই ভেতরে দু-একজনের অডিশনও নিয়েছি। কিন্তু মনের মতো পাইনি। কারণ টানা তিন মাস শুটিং করে ছবিটি শেষ করব। একই সাথে নতুন আরেকটি ছবিরও ঘোষণা দেবো।’


মন্তব্য করুন