Select Page

শেষ হলো মাসুদ রানা সিরিজের ‘এমআর নাইন’-এর শুটিং

শেষ হলো মাসুদ রানা সিরিজের ‘এমআর নাইন’-এর শুটিং

পাঁচ বছর আগে নতুন করে আলোচনায় আসে বিখ্যাত স্পাই সিরিজ মাসুদ রানা। কাজী আনোয়ার হোসেনের আইকনিক চরিত্রটি নিয়ে সিনেমা তৈরি স্বত্ব কেনে জাজ মাল্টিমিডিয়া। এরপর বেশ জলঘোলার পর অবশেষে সিরিজের প্রথম ছবি ‘এমআর নাইন’-এর শুটিং শেষ হলো।

বৃহস্পতিবার জাজ থেকে জানানো হয়, সকল জল্পনা কল্পনা দ্বিধা কাটিয়ে শুটিং শেষ হলো বাংলাদেশ-আমেরিকার যৌথ প্রযোজনার সিনেমা ‘এমআর নাইন’।

আরও বলা হয়, হলিউড থেকে সব শিল্পী কলাকুশলী বাংলাদেশ এসে শুটিং করেছে । আজ শেষ হলো শুটিং ।

আসিফ আকবর পরিচালিত ছবিটির আমেরিকান অংশের শুটিং হয় লাস ভেগাসে। সেখানে অংশ নেন নাম ভূমিকার তারকা এবিএম সুমন। সঙ্গে ছিলেন বাংলাদেশের আনিসুর রহমান মিলন, শহীদুল আলম সাচ্চুসহ অনেকে।

এ সিনেমায় আরও অভিনয় করছেন বলিউড অভিনেত্রী সাক্ষী প্রধান (পয়জন), ওমি বৈদ্য (থ্রি ইডিয়টস), হলিউড অভিনেতা ফ্র্যাঙ্ক গ্রিলো (ক্যাপ্টেন আমেরিকা), মাইকেল জাই হোয়াইট (দ্য ডার্ক নাইট), নিকো ফস্টার (আর্মি অফ ওয়ান), ওলেগ প্রুডিয়াস (উলফ ওয়ারিয়র টু) ও জ্যাকি সিগেল (দ্য কুইন অফ ভার্সাই)।

এমআর-নাইন-এর চিত্রনাট্য করেছেন আসিফ আকবর, আব্দুল আজিজ এবং নাজিম উদ দৌলা। বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া, লস অ্যাঞ্জেলেসভিত্তিক আল ব্রাভো ফিল্মস এবং এমআর-নাইন ফিল্মস সিনেমাটি প্রযোজনা করছে।

এ ছাড়া ‘মাসুদ রানা’ সিরিজ থেকে জাজের হয়ে আরেকটি ছবি করেছেন সৈকত নাসির। এতে আছেন রাসেল রানা, পূজা চেরি, তাসকিন রহমান, অমনিসহ অনেকে।


Leave a reply